এসবিএস বাংলা শীর্ষ খবর: ২০ মে, ২০২৪

Bangladesh Australia

Australian Foreign Minister Penny Wong, left, and Bangladeshi Foreign Minister Hasan Mahmud address the media after their meeting in Dhaka, Bangladesh, Tuesday, May 21, 2024. Source: AP / Mahmud Hossain Opu/AP

অস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজকের এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


আজকের শীর্ষ খবর
  • অস্ট্রেলিয়া ও বাংলাদেশ বলেছে যে তারা নিরাপত্তা এবং রোহিঙ্গা শরণার্থী সংকটসহ বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে।
  • মার্ক ল্যাথাম এবং তার নিউ সাউথ ওয়েলসের সহকর্মী সংসদ সদস্য অ্যালেক্স গ্রিনউইচের মধ্যে একটি তিক্ত দ্বন্দ্ব যা প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল তা মানহানির মামলা হিসেবে আদালতে যাবে।
  • জরুরী কারফিউ আরো সহজে আরোপ করার অনুমতি দিতে নর্দার্ন টেরিটরি নতুন আইন পাস করেছে।
  • লন্ডন থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গুরুতর টার্বুলেন্সের প্রতিক্রিয়ায় একজন ব্রিটিশ ব্যক্তি মারা যান এবং দুই ডজনেরও বেশি যাত্রী আহত হন।
  • ভারতের কলকাতায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গত ১৪ মে থেকে নিখোঁজ রয়েছেন বাংলাদেশি সাংসদ আওয়ামি লীগের নেতা আনোয়ারুল আজিম।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস সাউথ এশিয়ান-এ আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 


Share