Feature

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো উপলক্ষে ঢাকায় সংবাদ সম্মেলন

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে সিডনিতে বিজনেস এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই বিজেনেস এক্সপোতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশি ব্যবসায়ী সংগঠনগুলো। বিজনেস এক্সপো উপলক্ষে মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলন করা হয়।

Au BD.jpeg

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৪ উপলক্ষে মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী, বাংলাদেশে অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পোবক, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. আলী আহসান এবং কয়েকটি ব্যবসায়ী সংগঠনের নেতা। Source: Supplied / Nayeem Abdullah

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন। তিনি বলেন,

“বাংলাদেশে বিনোয়োগ করার জন্য অস্ট্রেলিয়ার ব্যবসায়ীরা প্রস্তুত আছে। তারা একটি নির্ভরযোগ্য মাধ্যম খুঁজছে, যেন আমাদের মার্কেটে ইনভেস্ট করলে সেটা বিফলে না যায়। আমরা যদি তাদের দেখাতে পারি যে, বাংলাদেশে বিনিয়োগ করার সুন্দর পরিবেশ আছে তাহলে তারা বিমুখ হবে না। তাদেরকে সেই পরিবেশটা আমাদেরকে তৈরি করে দিতে হবে।”

আব্দুল খান রতন আরও বলেন, “অস্ট্রেলিয়ার সহযোগিতায় আগামী ৩ ও ৪ অক্টোবর, ২০২৪ অস্ট্রেলিয়ার সিডনিতে ইন্টারন্যাশনাল বিজনেস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো। এই এক্সপোতে ১৫০টি স্টল বসবে আশা করছি। দুই দিনের এক্সপোতে প্রতিদিন চারটি করে আটটি সেমিনার করা হবে।”
ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা এসময় বিজনেস এক্সপোতে সহোযোগিতার আশ্বাস জানিয়ে বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম যে উদ্যোগে নিয়েছে সেটি সত্যিই প্রশংসনীয়। বিজনেস এক্সপোর মাধ্যমে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী বলেন, মানসিকভাবে বা সংস্কৃতির দিক থেকে অস্ট্রেলিয়া পশ্চিমা বিশ্বের অংশ। তাদের মূল ফোকাস নর্থ আমেরিকা, ইওরোপের দিকে আগেও ছিল, এখনো আছে, ভবিষতেও থাকবে। শুধু ব্যবসার দিক থেকে নয়, সব দিক থেকে কৌশলগতভাবে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, আমাদের বিজনেস কমিউনিটিগুলোর মধ্যে আরো বড় সমন্বয় দরকার। এই সমন্বয়টা অনেক দুর্বল আমাদের। আমাদের প্রচুর পরিমাণে বিনিয়োগ করতে হবে। বিজনেস ও বিনিয়োগ নিয়ে আমাদের আরো অনেক গবেষণা করতে হবে।

বাংলাদেশে অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পোবক বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামকে এই উদ্যোগের জন্য শুভ কামনা জানাচ্ছি। তারা খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশে অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পোবক, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. আলী আহসান, দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক ও এসএসআর গ্রুপের চেয়ারম্যান রাকিবুল আলম দিপু, বিজেএমইএ এর পরিচালক মো. শোভন ইসলাম, বিকেএমইএ এর ভাইস প্রেসিডেন্ট মো. রাশেদ।

এছাড়া, ব্যবসায়িক সংগঠনগুলোর অন্যান্য প্রতিনিধি এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, পরিচালক এএসএম মুজ্জামেল হোসেন, পরিচালক শফিক শেখ ও উপদেষ্টা নাইম আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি

Share
Published 1 May 2024 11:58am
By Sikder Taher Ahmad
Source: SBS

Share this with family and friends