একজন ক্রীড়ালেখকের দৃষ্টিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট সিরিজ

CRICKET BANGLADESH AUSTRALIA WOMEN

Sharmin Akter of Bangladesh during the ICC Women's Cricket World Cup match between Bangladesh and Australia (File Image). Source: AAP / AARON GILLIONS/AAPIMAGE

সম্প্রতি বাংলাদেশ সফর করেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এর আগে বাংলাদেশে গেলেও দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এবারই প্রথম গিয়েছিল অস্ট্রেলিয়া নারী দল।


দুর্দান্ত ক্রিকেটে মাঠের খেলায় দারুণ সময় কেটেছে সফরকারী মেয়েদের। দুই দলের জন্য এটি একটি ঐতিহাসিক সিরিজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেছেন দুই দলের ক্রিকেটাররা।

বছরের শেষদিকে বাংলাদেশে বসবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ওয়ান ডে ও টি২০ উভয় সিরিজে সব ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়া নারী দল।

কেমন ছিল এবারের সফর? এই নিয়ে এসবিএস বাংলার মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়ালেখক এবং এআইপিএস এশিয়ার সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইকরামউজ্জমান। সাক্ষাৎকারটি নিয়েছেন এসবিএস বাংলার ঢাকা প্রতিনিধি আলী হাবিব।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 


Share