ভারতের সাম্প্রতিক খবর: ৬ মে, ২০২৪

Students from Gurukul school of art paint poster to create awareness about voting during election in Mumbai, India - 04 May 2024

A student from Gurukul school of art with her face painted to create awareness about voting during the Loksabha election poses for a photo in Mumbai. Citizens will exercise their voting rights on 20th May 2024 in Mumbai. (Photo by Ashish Vaishnav / SOPA Images/Sipa USA) Source: AAP / SOPA Images/Ashish Vaishnav / SOPA Images/Sipa USA

ভারতের সাম্প্রতিক খবরগুলো শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।


ভারতজুড়ে অষ্টাদশ লোকসভা ভোটের তৃতীয় দফার ভোটের আগে আবহাওয়ার পারদ যত চড়ছে, তারসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনীতির প্রচার উত্তাপ। এর মধ্যে পশ্চিমবঙ্গে বেআইনি নিয়োগ মামলায় প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার পর খোদ প্রধানমন্ত্রী মোদী, যোগ্য প্রার্থীদের হয়ে সওয়াল করায় বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তাঁর দলের নেতা-মন্ত্রী এবং তাঁর সরকারের কর্মীরা, কোটি কোটি টাকা দুর্নীতির দায়ে জেলে। তাই তৃণমূল কংগ্রেস নেত্রী যখন বলছেন, নরেন্দ্র মোদির দল, বি জে পি, এর সঙ্গে যুক্ত, তা শুনে লোকে হাসাহাসি করছে।

আর এর মধ্যে, মা, সোনিয়া গান্ধীর ছেড়ে আসা রায়বেরেলি কেন্দ্রে প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী। এই নিয়ে সাম্প্রতিককালে, উত্তরপ্রদেশে কংগ্রেসের গড়, আমেথিতে তাঁরা গান্ধী পরিবারের কাউকে দাঁড় করলেন না। প্রিয়াঙ্কা গান্ধীও প্রার্থী হন নি।

আমাদেরকে অনুসরণ করুন দেখুন আমাদের 

Share