Feature

সঙ্গীত শিল্পী সাদি মহম্মদ স্মরণে অমিয়া মতিনের একক সঙ্গীত সন্ধ্যা “তুমি রবে নীরবে”

গত ৪ঠা মে শনিবার সিডনির হার্স্টভিল সিভিক থিয়েটার অডিটোরিয়ামে প্রয়াত শিল্পী সাদি মহম্মদের স্মরণে অনুষ্ঠিত হলো অমিয়া মতিনের একক সঙ্গীত সন্ধ্যা “তুমি রবে নীরবে।”

6.jpg

Amia Matin's solo music evening “Tumi Rabe Nirabe” was held in memory of the late artist Sadi Mohammed at Hurstville Civic Theater Auditorium in Sydney on Saturday 4th May. Credit: Amia Matin

সঙ্গীত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লরেন্স ব্যারেল এবং ন্যান্সী লীনা ব্যারেল। শুরুতেই সাদি মহম্মদের স্মৃতির প্রতি গভীর বিনম্র শ্রদ্ধা শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারন করে বক্তব্য রাখেন কলামিস্ট অজয় দাশগুপ্ত এবং ডঃ কাইয়ুম পারভেজ।

অমিয়া মতিন একক কণ্ঠে রবীন্দ্র, নজরুল, ক্লাসিক্যাল, লালন, হাসন রাজা, লতা, মান্না দে, দেশাত্মবোধক, এবং পুরনোদিনের গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে যন্ত্রশিল্পীরা ছিলেন সোহেল খান ( গিটার), অভিজিৎ দান ( তবলা), নীলাদ্রি ( কী বোর্ড) এবং ফাবিহা ( বাঁশি)।
7.jpg
Ms. Amia Matin is the student of the celebrated Rabindra Sangit singer Sadi Mohammad. Credit: A Matin
অনুষ্ঠানের শুরুতে ফাবিহা একটি দেশাত্মবোধক গান এবং নীলাদ্রি একটি নজরুলগীতি পরিবেশন করেন এবং নৃত্যে অংশগ্রহণ করেন মৌসুমী সাহার পরিচালনায় নৃত্যাঞ্জলি ড্যান্স একাডেমির শিশু শিল্পীরা।

সাদি মহম্মদের স্মরণে এই অনুষ্ঠান চলেছে রাত এগারোটা পর্যন্ত এবং দর্শক-শ্রোতারা স্মরণ করেন একজন গুণী শিল্পীকে।

উল্লেখ্য ৪ঠা মে এর এই অনুষ্ঠানে সাদী মহম্মদের গান গাইবার কথা ছিল তাঁরই সুযোগ্য ছাত্রী অমিয়া মতিনের সাথে। তাই অনুষ্ঠানটি তাঁর স্মরণে উৎসর্গ করা হয়। একক সঙ্গীত এর পাশাপাশি অগ্রণী স্কুলের প্রাক্তন ছাত্রীরা একটি সমবেত রবীন্দ্র সংগীত পরিবেশন করেন।

সিডনীর সাংস্কৃতিক অঙ্গনের অনেক পরিচিত মুখ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
9.jpg
A dance program was performed by the child artists of Nrityanjali Dance Academy under the direction of Moushumi Sahar. Credit: DHAVAL M PATEL
অনুষ্ঠানে অমিয়া মতিন এবং সাদী মহম্মদের সিডির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল লরেন্স ব্যারলের নান্দনিক মঞ্চসজ্জা।

আয়োজকদের পক্ষ থেকে শিল্পীদের সম্মামনা ক্রেস্ট উপহার দেয়া হয়। সবশেষে অনুষ্ঠানের আয়োজক প্রকৌশলী আবদুল মতিন সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস সাউথ এশিয়ান-এ আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

Share
Published 14 May 2024 4:29pm
Presented by Shahan Alam
Source: SBS

Share this with family and friends