সিডনি ও মেলবোর্নে 'মাকসুদ ও ঢাকা'র জমজমাট সঙ্গীত পরিবেশন

জনপ্রিয় সংগীত শিল্পী মাকসুদ তার ব্যান্ড গ্রুপ 'মাকসুদ ও ঢাকা' নিয়ে অস্ট্রেলিয়া সফর করলেন। সিডনির জন্মভূমি টেলিভিশন এবং ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের আমন্ত্রণে তাদের এই সফর।

Maqsood_05.jpeg

Maqsood and Dhaka' music performance in Melbourne. Credit: Anoar Ahmed

গত ৫ নভেম্বরে সিডনির নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের জন ক্ল্যান্সি মিলনায়তনে জন্মভূমি টেলিভিশনের সপ্তম বর্ষপূর্তি এক জমজমাট অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে 'মাকসুদ ও ঢাকা'।
Maksud_jonmovumi audience.png
A section of audience is seen at the 'Maqsood O Dhaka' music performance in Sydney. Credit: Jonmobhumi Television
অনুষ্ঠানে সিডনির বাংলাদেশি কমিউনিটির ২০ জনকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা দেয়া হয়।
সিডনি সফর শেষে গত রোববার ১৩ নভেম্বর মেলবোর্নের উইলিয়ামসটাউন টাউন হলে অনুষ্ঠিত হয় 'মাকসুদ ও' ঢাকার' পরিবেশনায় আরেকটি একটি মনোরম সঙ্গীত সন্ধ্যা।

সাদিক ইফতির উপস্থাপনায় ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশনের ওই অনুষ্ঠানটি শুরু হয় সন্ধ্যা ৭টায়।
Maqsood_01.jpeg
'Maqsood and Dhaka' music performance in Melbourne. Credit: Anoar Ahmed
অনুষ্ঠানে 'মাকসুদ ও ঢাকা' ছাড়াও সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন মৃনাল কান্তি দাস, বাংলা ব্যান্ড এসোসিয়েশন এবং অনন্যা চক্রবর্তীসহ স্থানীয় শিল্পীরা।

'মাকসুদ ও ঢাকা'র টিমে কণ্ঠশিল্পী মাকসুদুল হক ছাড়াও ছিলেন মীর একরামুল হক শাকিল, সেকান্দার আহমেদ খোকা, এ,কে ,এম ফজলুল হক মন্টু, এবং মোহাম্মদ গোলাম রাব্বি সোহাগ।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার 
সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 



Share
Published 18 November 2022 11:26am
By Shahan Alam
Source: SBS

Share this with family and friends