সঙ্গীত-শিল্পী আখতার জাহান বলেন, “আমি গানের মধ্য দিয়ে বড় হয়েছি”

Akhter Jahan & Ferdousi Rahman.jpg

সঙ্গীত-শিল্পী আখতার জাহান ও ফেরদৌসী রহমান। Credit: Akhter Jahan

শিল্পী আখতার জাহান দীর্ঘ দিন ধরে সঙ্গীতের সাধনা করে আসছেন। ১৯৬০ এর দশকের দিকে ঢাকা রেডিও এবং টেলিভিশনে নিয়মিত সঙ্গীত পরিবেশন করতেন তিনি। প্রায় পাঁচ দশক ধরে অ্যাডিলেইডের বাসিন্দা এই সঙ্গীত-শিল্পী কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


আখতার জাহানের দীর্ঘ সাক্ষাৎকারে উঠে এসেছে সঙ্গীত-শিল্পী হয়ে ওঠার ইতিহাস, তার ব্যক্তিগত ও পারিবারিক জীবন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং অস্ট্রেলিয়ায় অভিবাসনের নানা দিক।

প্রথম পর্বে শুনবেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পর্যন্ত বিভিন্ন দিকগুলো।
বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত-শিল্পী সানজিদা খাতুন, লায়লা আঞ্জুমান বানু, আব্দুল লতিফ, সোহরাব হোসেন, ফিরোজা বেগম, শেখ লুৎফর রহমান, আব্বাস উদ্দীন আহমেদ এবং ওস্তাদ মুনির হোসেন খাঁন এর কাছ থেকে দীর্ঘদিন সঙ্গীত-শিক্ষা গ্রহণ করেছেন শিল্পী আখতার জাহান। পরবর্তীতে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আজাদ রহমানের ছাত্রী হিসেবেও তিনি সঙ্গীতের তালিম গ্রহণ করেন।

১৯৬০ সালে তৎকালীন পূর্ব-পাকিস্তান শিক্ষা সপ্তাহে তিনি লোক সঙ্গীত, গজল ও আধুনিক গান পরিবেশন করে প্রতিযোগিতায় স্বর্ণ ও রৌপ্য পদক লাভ করেন।

অস্ট্রেলিয়ায় সাইকোলজিস্ট হিসেবে কাজ করলেও আখতার জাহান বলেন,

“আমার প্রথম পেশা ছোটবেলা থেকেই গান। কারণ, আমার জন্ম হয়েছিল গানের পরিবারে। আমার নানা ছিলেন কবিয়াল। ওনার মেয়ে, আমার মা, উনি এস্রাজ বাজাতেন, গান করতেন, হারমোনিয়াম বাজাতেন।”

পারিবারিক আবহে গানের প্রভাব সম্পর্কে তিনি আরও বলেন,

“আমার মায়ের আপন খালাতো এবং চাচাতো বোন ফিরোজা বেগম। কাজেই, আমি গানের মধ্য দিয়ে বড় হয়েছি।”
সেই সময়ের সামাজিক ও পারিবারিক পরিবেশ সম্পর্কে এই শিল্পী বলেন,

“আমার বাবা-মা একটু কড়া ছিলেন। আমার মা যদিও সঙ্গীত-জগতের, সঙ্গীত-পরিবারের মেয়ে, কিন্তু, উনার বিয়ে হয়েছিল ইমামের ছেলের সঙ্গে। তো, যদিও আব্বা গান-টান করতেন, কিন্তু, দাদাজান যখন বাড়ি আসতেন, হারমোনিয়াম আর সব যন্ত্রপাতি খাটের তলে যেত।”
Akhter Jahan 1.jpeg
অ্যাডিলেইডের সাইকোলজিস্ট আখতার জাহানের দীর্ঘ সাক্ষাৎকারে উঠে এসেছে সঙ্গীত-শিল্পী হয়ে ওঠার ইতিহাস, তার ব্যক্তিগত ও পারিবারিক জীবন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং অস্ট্রেলিয়ায় অভিবাসনের নানা দিক। Source: SBS / Sikder Taher Ahmad
সঙ্গীত-শিল্পী আখতার জাহান রহমানের সাক্ষাৎকারের প্রথম পর্বটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share