অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরছে চুরি যাওয়া পুরনো নটরাজ মূর্তি

Nataraja idol

Source: AP Photo/Manish Swarup

Get the SBS Audio app

Other ways to listen

৪৮ বছর আগে তামিলনাড়ুর তিরুনেলভেলির কাল্লিডাইকুরিচি মন্দির থেকে চুরি গিয়েছিল একটি নটরাজ মূর্তি। অস্ট্রেলিয়া থেকে এখন ভারতে ফিরছে ৫০০ বছরের পুরনো এই নটরাজ মূর্তিটি।


৫০০ বছরের পুরনো একটি নটরাজ মূর্তি চুরি হয়েছিল প্রায় ৪৮ বছর আগে। তামিলনাড়ুর তিরুনেলভেলির কাল্লিডাইকুরিচি মন্দির থেকে চুরি হওয়া ১৬ শতাব্দীতে তৈরি ব্রোঞ্জের তৈরি এই নটরাজ মূর্তিটি প্রায় ১২ বছর বাদে ফের প্রকাশ্যে আসে। এরপর ২০০১ সালে সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডের আর্ট গ্যালারি অফ সাউথ অস্ট্রেলিয়া (এজিএসএ)-তে ঠাঁই পায়। ইওরোপের এক সংগ্রাহকের কাছ থেকে ব্রিটিশ দালালদের মাধ্যমে প্রায় ২৭ কোটি ৫ লাখ ৭২ হাজার (২৭০.৫৭২ মিলিয়ন) ভারতীয় টাকায় এজিএসএ কর্তৃপক্ষ মূর্তিটি কিনেছিল বলে জানা গেছে।

এজিএসএ গ্যালারিতে ১০০ কেজি ওজনের ও ৭৬ সেন্টিমিটার উচ্চতার ৫০০ বছরের পুরনো নটরাজ মূর্তি দেখে সেটি তামিলনাড়ুর মন্দির থেকে চুরি যাওয়া বলে শনাক্ত করেন কয়েকজন ভারতীয়। তদন্ত করার পর ২০১৬ সালে মূর্তি চোরাই পথে তাদের হাতে এসেছিল বলে স্বীকার করে ঐ আর্ট গ্যালারি কর্তৃপক্ষ। ১৯৫৬ সালে তোলা একটি ছবি দেখে ঐ মূর্তিটি শনাক্ত করে ভারতীয়রা।

জানা গেছে, পাচারকারীদের হাত ধরে সেই মূর্তি পাচার হয়ে যায় অস্ট্রেলিয়ায়। পরে মূর্তিটি ভারতের বলে শনাক্ত হওয়ার পর সেটি ফেরাতে সচেষ্ট হয় ইন্ডিয়া প্রাইড প্রজেক্ট (আইপিপি) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সিঙ্গাপুর ভিত্তিক এই স্বেচ্ছাসেবী সংস্থাটি দুই আর্ট বিশেষজ্ঞ এস বিজয়কুমার এবং অনুরাগ সাক্সেনা। তাদের কাজই হচ্ছে ভারতের বিভিন্ন মন্দির থেকে চুরি হয়ে যাওয়া বিভিন্ন মূর্তি, যা বিদেশে পাচার হয়ে গিয়েছে, তা ফিরিয়ে আনা। এদের স্লোগান হচ্ছে, #ব্রিং আওর গডস হোম।

জানা যাচ্ছে, ১৯৭০ সালে চুরি হয়েছিল এই ৫০০ বছরের পুরনো মূর্তিটি। কাল্লিডাইকুরিচি মন্দিরের তালা ভেঙে মোট চারটি মূর্তি চুরি করা হয়েছিল বলে অভিযোগ। তদন্তে নেমে মূর্তি উদ্ধার তো দূরের কথা, চুরির সঙ্গে জড়িত দৃষ্কৃতিকারীদেরই শনাক্ত করতে পারে নি পুলিশ। ২০১৪ সালে প্রথম জানা যায় মূর্তিটি অস্ট্রেলিয়ায় আছে। প্রায় ৫ মিলিয়ন ইউএস ডলার মূল্যের ব্রোঞ্জের এই মূর্তিটি নৃত্যরত শিব বা নটরাজের। জনৈক সুভাষ কাপুর, যিনি আদতে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে আর্ট ডিলার হিসেবে কাজ করতেন, তার কাছেই ছিল ভারত থেকে চুরি যাওয়া ঐ মূর্তিটি। তাকে জেরা করে ইউনাইটেড স্টেটস ফেডারাল ইনভেস্টিগেশন জানতে পারে মূর্তিটি পাঠিয়ে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার একটি জাদুঘরে। কিন্তু, আর্ট গ্যালারি অফ সাউথ অস্ট্রেলিয়া প্রথমে বিষয়টি অস্বীকার করে বলে অভিযোগ রয়েছে। এরপর জনমত গঠনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নামেন সিঙ্গাপুর ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থার দুই আর্ট বিশেষজ্ঞ এস বিজয়কুমার এবং অনুরাগ সাক্সেনা। পুরনো একটি ছবি এবং অস্ট্রেলিয়ার মিউজিয়ামে রক্ষিত মূর্তির ছবি দেখিয়ে তারা প্রমাণ করে দেন ৪৮ বছর আগে ভারতের দক্ষিণ অংশের রাজ্য তামিলনাড়ুর একটি মন্দির থেকে এটি চুরি গিয়েছিল।

প্রায় পাঁচ শতাব্দী পুরনো হওয়ার জন্য সংগ্রাহকদের কাছে এই নটরাজ মূর্তির এতো চাহিদা ও দাম। ২০১২ সালে ঐ আর্ট ডিলার সুভাষ কাপুর গ্রেপ্তার হওয়ার পর অপারেশন হিডেন আইডল অভিযানে উদ্ধার হওয়া অনেক প্রাচীন এবং বহুমূল্যের মূর্তি ভারতকে ফিরিয়ে দিয়েছে আমেরিকা।

এরপরই আনুষ্ঠানিকভাবে দাবিও পেশ করা হয় আর্ট গ্যালারি অফ সাউথ অস্ট্রেলিয়া কর্তৃপক্ষের কাছে। জমা দেওয়া হয় প্রয়োজনীয় কাগজপত্র। সেই সব খতিয়ে দেখেই মূর্তি ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে আর্ট গ্যালারি অফ সাউথ অস্ট্রেলিয়া। জানা গেছে, মূর্তিটি ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে কথা চলছিল। সম্প্রতি এই বিষয়ে আলোচনা শেষ হওয়ার পর ৫০০ বছরের পুরনো নটরাজ মূর্তিটি ভারতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share