দুই ভাগে ভাগ হচ্ছে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর

জম্মু-কাশ্মীর আর আলাদা করে রাজ্যের মর্যাদা পাচ্ছে না ভারতে। দেশটির কেন্দ্রীয় সরকার তাদের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরকে দু’টি ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের রাজ্যসভায় তুমুল হট্টগোলের মধ্যে সংশোধিত জম্মু-কাশ্মীর বিল পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Indian Home Minister Amit Shah (C) arrives at Parliament House.

Indian Home Minister Amit Shah (C) arrives at Parliament House. Source: AAP

কাশ্মীর ইস্যুতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য জুড়ে প্রতিবাদের মধ্যে কাশ্মীরে ৩৭০ ধারা ‍তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

সোমবার রাজ্যসভায় তুমুল হট্টগোলের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে সংশোধিত জম্মু-কাশ্মীর বিল পেশ করেছেন। এই বিলের মাধ্যমে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরকে পুনর্গঠন করা হবে। দুই ভাগে ভাগ করা হবে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরকে। লাদাখ ও জম্মু-কাশ্মীর। অর্থাৎ, জম্মু-কাশ্মীর আর আলাদা করে রাজ্যের মর্যাদা পাচ্ছে না ভারতে।
Kashmir
Source: PIB
জম্মু-কাশ্মীরে এবার কেন্দ্র-শাসিত অঞ্চলের প্রস্তাব দেওয়া হয়েছে। লাদাখকে জম্মু-কাশ্মীর থেকে আলাদা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এরপর নজিরবিহীনভাবে সংসদে সংশোধিত জম্মু-কাশ্মীর বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতিকে বিলে সই করার সুপারিশ করেছে কেন্দ্রীয় সরকার। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভা। প্রস্তাবের বিরোধিতায় সরব হন গুলাম নবি আজাদ, রামগোপাল যাদবসহ অন্যান্য বিরোধীরা। কিছুক্ষণের মধ্যেই অধিবেশন মুলতুবি হয়ে যায়।
পরে ফের অধিবেশন শুরু হলে বিরোধীদের হই-হট্টগোলের মধ্যেই রাষ্ট্রপতির নির্দেশনামা পড়ে শোনান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খুব অল্প সময়ের মধ্যে বিল পাশ হয়ে যায়। ৩৭০ ধারা প্রত্যাহারের বিজ্ঞপ্তিতেই সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

প্রস্তাবিত নয়া বিল অনুযায়ী জম্মু ও ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও ৩৫-এ ধারা অনুযায়ী রাজ্যে স্থায়ী বাসিন্দা নির্বাচনের যে অধিকার বিধানসভা পায়, তাও বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে। সংসদে বিল পেশ হলেও ইতোমধ্যেই তাতে রাষ্ট্রপতি সই করেছেন বলে জানা গেছে। রাজ্যসভায় অমিত শাহ এই প্রস্তাব দেওয়ার পরই তুমুল হট্টগোল শুরু হয়।

অন্যদিকে, কাশ্মীর ইস্যুতে ক্যাবিনেট বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে কী বিবৃতি দেন তা জানতে গোটা দেশ ছিল উদ্বেল। সোমবার বেলা ১১ টায় সংসদে বিবৃতি দেন অমিত শাহ। এরপর নজিরবিহীনভাবে সংসদে সংশোধিত জম্মু-কাশ্মীর বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতিকে বিলে সই করার সুপারিশ করে কেন্দ্রীয় সরকার।

বিরোধীদের অভিযোগ, রাজ্যসভায় যা ঘটেছে, তার নজিরবিহীন। কারণ, সংসদের লিস্ট অফ বিজনেস-এ এই প্রস্তাব ছিল না। পরে, রিভাইজড লিস্ট অফ বিজনেস-এ এই প্রস্তাব নিয়ে আসা হয়। রামগোপাল যাদব, গোলাম নবি আজাদরা ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু অভিযোগ, এত কম সময়ে যে বিল সার্কুলেট হয় নি, সেটি কীভাবে টেবিল হয়ে যাচ্ছে? সেটি কীভাবে রাজ্যসভায় পাশ করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ?

কেন্দ্রের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। আজকের দিন গণতন্ত্রের সবচেয়ে কালো দিন বলে মন্তব্য করেছেন তিনি।
এদিকে, রাজ্য হিসেবে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হলো জম্মু-কাশ্মীরের দুই সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিকে।

Follow SBS Bangla on .

Share
Published 6 August 2019 11:39am
Updated 6 August 2019 1:32pm
By Partha Mukhopadhyay
Presented by Sikder Taher Ahmad

Share this with family and friends