দক্ষিণপন্থী উগ্রবাদীদের সন্ত্রাসী ঘোষণা করার আহবান

Minister for Home Affairs Karen Andrews at a press conference at Parliament House in Canberra, Wednesday, August 25, 2021. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING

Minister for Home Affairs Karen Andrews Source: AAP

Get the SBS Audio app

Other ways to listen

ফেডারেল সরকারের কাছে দক্ষিণপন্থী উগ্রবাদীদের সন্ত্রাসী ঘোষণা করার আহবান জানিয়েছে লেবার পার্টি


মুসলিমবিরোধি সশস্ত্র নব্য নাৎসিদের অস্ট্রেলিয়াজুড়ে সামরিক প্রশিক্ষণ নেবার অনুসন্ধানী প্রতিবেদন গত সপ্তাহে প্রকাশ করেছিল এসবিএস নিউজ। 

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের ভাষ্য অনুযায়ী উগ্রপন্থীদের কর্মকান্ড নিয়ে মামলার সংখ্যা গত আঠারো মাসে ৭৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

এমতাবস্থায় এসবিএসের প্রতিবেদনে প্রকাশিত সংগঠন সহ অস্ট্রেলিয়াজুড়ে সক্রিয় সব ডানপন্থী উগ্রবাদীদের সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করতে ফেডারেল সরকারের কাছে আহবান জানিয়েছে লেবার পার্টি। 

আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হবার সাথে সাথে সন্ত্রাসী আক্রমণ বৃদ্ধির আশংকা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কারেন এন্ড্রুজ।
এসবিএস নিউজে উগ্রপন্থীদের উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র সংগ্রহ করা সহ অন্য দেশের সন্ত্রাসী সংগঠনের সাথে কৌশল বিনিময়ের প্রতিবেদন প্রকাশের পর ফেডারেল সরকারের টনক নড়েছে। 

লেবার পার্টির শ্যাডো হোম এফেয়ার্স মিনিস্টার ক্রিস্টিনা কেনেলির মতে, উগ্রপন্থা মোকাবিলায় গত দশকে সরকার যে ৬৯ মিলিয়ন ডলার তহবিল বরাদ্দ করেছিল, সেটা পর্যাপ্ত ছিল না। কানাডা এবং যুক্তরাজ্যে সক্রিয় দলগুলোর শাখা এদেশে কাজ করছে, যাদের দমনে মরিসন সরকারের কার্যক্রমকে ধীরগতির বলে মন্তব্য করেছেন তিনি।
এক বছরেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় দক্ষিণপন্থী উগ্রবাদীদের তৎপরতার বিষয়টি দেশের নিরাপত্তা সংস্থাগুলো অবহিত করে আসছে। লেবার পার্টি অস্ট্রেলিয়ায় সক্রিয় উগ্রপন্থীদের সন্ত্রাসী ঘোষণা করতে সরকারকে চাপ দিচ্ছে। কালবিলম্ব না করে অচিরে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আহবান জানিয়েছেন ক্রিস্টিনা কেনেলি। 

ইসলামিক কাউন্সিল অফ ভিক্টোরিয়ার প্রেসিডেন্ট আদেল সালমান মনে করেন সমস্যা চিহ্নিত করা আর তা সমাধানে রাজনৈতিক ইচ্ছাই পর্যাপ্ত নয়। তার বাস্তবায়নে পর্যাপ্ত আয়োজন এবং কার্যকর পদক্ষেপের দরকার আছে। সার্বিক বিবেচনায় সন্ত্রাসী সংগঠনের তালিকা আরও বিস্তৃত করার কথা বিবেচনা করছে সরকার। 


 

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার রেডিও অনুষ্ঠান শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করুন।




Share