ক্যান্সার কাউন্সিলের জন্য তহবিল সংগ্রহে উদয় ইনক-এর উদ্যোগ

AAA04474.JPG

গত ২২ অক্টোবর, ২০২৩, রবিবার সিডনির, এপিং পাবলিক স্কুলে উদয় ইনক-এর উদ্যোগে ক্যান্সার গবেষণার জন্য একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বক্তব্য প্রদান করেন হর্ন্সবি কাউন্সিলের মেয়র ফিলিপ রাডক এও। Source: Supplied / UDOY Inc./Laila Arzuman

গত ২২ অক্টোবর, ২০২৩, রবিবার সিডনির, এপিং পাবলিক স্কুলে উদয় ইনক-এর উদ্যোগে ক্যান্সার গবেষণার জন্য একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান আয়োজন করা হয়। এর মাধ্যমে সংগৃহীত অর্থ অস্ট্রেলিয়ার ক্যান্সার কাউন্সিলকে হস্তান্তর করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে।


উদয় ইনক-এর প্রেসিডেন্ট ড. লায়লা আরজুমান বলেন, “এটা আমাদের পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস। ক্যান্সার একটি মরণব্যাধি, সম্মিলিতভাবে আমাদের এটিকে প্রতিরোধ করতে হবে।”

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন হর্ন্সবি কাউন্সিলের মেয়র ফিলিপ রাডক এও, সিনেটর মারিয়া কোভাচিক, নিউ সাউথ ওয়েলসের মাল্টি-কালচারাল শ্যাডো মিনিস্টার মার্ক কুরে এমপি, নিউ সাউথ ওয়েলসের এমএলসি জাকি মানরো এবং কাউন্সিলর ক্যামেরন ম্যাক্ল্যান, প্যারামাট্রা লর্ড মেয়র পেয়রি এসবার, প্যারামাট্রা এমপি ডোনা ডেবিস এর পক্ষে বক্তব্য প্রদান করেন।
AAA04563.JPG
Source: Supplied / UDOY Inc./Laila Arzuman
আরও বক্তব্য প্রদান করেন অবার্ন হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার আয়াজ চৌধুরী এফ-আর-এ-সি-পি, বাংলাদেশ মেডিকেল সোসাইটি অফ নিউ সাউথ ওয়েলস এর সভাপতি ডাক্তার আলী রেজা, শাপলা-সালুক ক্লাবের সভাপতি ডাক্তার মইনুল ইসলাম ছাড়াও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কাউন্সিলরদের মধ্যে ছিলেন কাউন্সিলর সাজেদা আক্তার, কাউন্সিলর শ্রীনি পিল্লামারি, কাউন্সিলর সাবরিন ফারুকী। স্টলের খাবার আয়োজনে বাংলাদেশীরা ছাড়াও অন্যান্য দেশের লোকেরা উপস্থিত থেকে খাবার পরিবেশন করেন।

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস একটি ভিডিও বার্তার মাধ্যমে সকলকে আহবান করেন ডাক্তার লায়লা আরজুমানের এই উদ্যোগকে সফল করার জন্য এবং উদারতার সাথে অনুদান প্রদানের জন্য।

ড. লায়লা আরজুমানের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।

প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 

Share