সারকোমা ক্যান্সার: আগেভাগেই সনাক্ত করতে নতুন গবেষণা

Doctor David Thomas, from the Garvan Institute of Medical Research.

Doctor David Thomas, from the Garvan Institute of Medical Research. Source: SBS

জুলাই মাসটিকে সারকোমা সচেতনতার মাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সারকোমা ক্যান্সার মূলত শিশুদের মাঝেই হতে দেখা যায়। এটি একটি অত্যন্ত ভয়ানক ও আগ্রাসী ধরনের ক্যান্সার। এতে আক্রান্তদের রক্ষা পাওয়ার হার অনেক কম। বিগত প্রায় ৪০ বছর ধরে এর চিকিৎসার ক্ষেত্রে কোনো উন্নতি ঘটে নি। কিন্তু, অস্ট্রেলিয়ান একটি গবেষণার ফলে এখন এটি প্রাথমিক অবস্থাতেই সনাক্ত করা সম্ভবপর হতে পারে। আর তা করা গেলে আক্রান্তদের রক্ষা পাওয়ার সুযোগ আরও বাড়তে পারে।


দু’বছর আগে সারকোমা ক্যান্সার ধরা পড়ে মিকা সিং-এর। এখন তার বয়স ১৭ বছর। তার হিপ বা কটিতে একটি লাম্প বা পিণ্ড পাওয়া গেলে তার চিকিৎসক ভাবেন, এটা হয়তো খেলাধুলার সময়ে আঘাত পাওয়ার কারণে তৈরি হয়েছে।

মিকা সিং ওয়াটার পোলো এবং নেটবল খেলতেন এবং নাচ করতেন। তাই, এ রকম ধারণা করা হচ্ছিল। কিন্তু, তার ব্যথা দূর হয় নি।
মিকার এই ঘটনা খুব একটা অস্বাভাবিক বা ব্যতিক্রমী নয়। বিভিন্ন কারণেই টিনেজারদের মাঝে ‘লাম্প ও বাম্প’ দেখা যায়, আঘাতের কারণে মাংস-পেশী ফুলে যায়। এ জন্য বেশিরভাগ ক্ষেত্রেই সারকোমা ক্যান্সার প্রাথমিক অবস্থায় সনাক্ত করা যায় না। আর, অনেক দেরিতে এটি সনাক্ত হওয়ার কারণে বেঁচে থাকার হারও অনেক কম হয়ে থাকে।

তবে, পরিবর্তন আসছে।

সারকোমা ক্যান্সার সনাক্ত করার জন্য একটি ডায়াগনিস্টিক টুল খুঁজে পেয়েছে আন্তর্জাতিক একটি গবেষক দল। সিডনির গারভান ইনস্টিটিউট অফ মেডিকেল রিসার্চ- এর ড. ডেভিড থমাস তাদের একজন সদস্য।

যে-সব রোগীর মাঝে একটি সুনির্দিষ্ট জেনেটিক ইনডিকেটর রয়েছে, তাদেরকে উদ্দেশ করে কাজ করে এই ডায়াগনিস্টিক টুলটি।

এ বিষয়টি জানার পর, যাদের মাঝে Li Fraumeni Syndrome রয়েছে সেসব রোগীদের পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর এম-আর-আই স্ক্যান করা শুরু করেন ড. থমাস।

এক দশক ধরে পরিচালিত বিভিন্ন ক্লিনিকাল ট্রায়ালের সময়ে, তিনি ও তার আন্তর্জাতিক সহকর্মীরা প্রায়শই ক্যান্সারের প্রাথমিক পর্যায় দেখতে পান।

স্ক্যান করা ব্যক্তিদের প্রতি ১৪ জনে এক জনের ক্ষেত্রে সারকোমা ক্যান্সার সনাক্ত করা হয়, যা নিয়ে তারা অবগত ছিল না।

সারকোমা ক্যান্সার প্রাথমিক অবস্থায় সনাক্ত করার মানে হলো ক্যান্সার ছড়িয়ে পড়ার আগেই, ডাক্তাররা চাইলে তা অপারেশন করে ফেলে দিতে পারবেন।

এই উদ্যোগটি তিনি এখন বিস্তৃত করতে চান।

হেলথ ডিপার্টমেন্টের কাছে ড. থমাস একটি প্রস্তাব দিয়েছেন। এতে বলা হয়েছে, জেনেটিক মার্কারধারী তরুণ প্রজন্মের জন্য যেন বার্ষিক স্ক্যানের ব্যবস্থা করা হয় এবং এর ব্যয়ভার যেন মেডিকেয়ার বহন করে।

বর্তমানে এই স্ক্যানের জন্য নিজের পকেট থেকে খরচ করতে হয় অন্তত ৮০০ ডলার। এই প্রস্তাবটি এখন পর্যালোচনা করা হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে এর ফলাফল জানা যাবে বলে আশা করা যায়।

আর, মিকা সিং-এর সারকোমা ক্যান্সার যথাসময়েই সনাক্ত করা হয় এবং সার্জারির মাধ্যমে তা কেটে ফেলে দেওয়া হয়।

তিনি এখন ক্যান্সারমুক্ত এবং ইয়ার-১২ এর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন ও ভবিষ্যৎ জীবন গড়ার স্বপ্ন দেখছেন।

পুরো প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share