আন্তর্জাতিক শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও কল্যাণে কাজ করছেন বাংলাদেশের তাসনিম

Tasnimul Islam is helping International students for mental health and wellbeing

Tasnimul Islam is helping International students for mental health and wellbeing Source: Tasnimul Islam

২০২০ নিউ সাউথ ওয়েলস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাওয়ার্ডের এলিকোস ক্যাটাগরিতে ফাইনালিস্ট হয়েছিলেন বাংলাদেশি শিক্ষার্থী তাসনিমুল ইসলাম। তাসনিম ম্যাকুয়ারী ইউনিভার্সিটিতে পড়ছেন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তুলছেন।


এছাড়াও তাসনিমুল ইসলাম বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধ আদান-প্রদানের মাধ্যমে কমিউনিটিতে অবদান রেখে চলেছেন। এসবিএস বাংলার সাথে আলাপচারিতায় তিনি জানাচ্ছেন তার কাজের অভিজ্ঞতার কথা।


হাইলাইটস 

  • আন্তর্জাতিক শিক্ষার্থীরা বিদেশের মাটিতে অনেক সময় বিভিন্ন মানসিক চাপের সম্মুখীন হয়, যেমন স্বদেশের জন্য স্মৃতিকাতরতা, পড়াশোনার চাপ ইত্যাদি। তাসনিম এমন শিক্ষার্থীদের নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করেছেন।
  • তিনি একটি ভিডিও নির্মাণ করেছিলেন 'ইউ আর নট এলোন' নামে, সেখানে তিনি আন্তর্জাতিক শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন করেছিলেন। 
  • পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নানা বিষয়ে দক্ষতা বিকাশেও সাহায্য করছেন তাসনিম। 
Tasnimul Islam is helping International students for mental health and wellbeing
Tasnimul Islam Source: Tasnimul Islam


তাসনিমুল ইসলামের পুরো সাক্ষাতকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন 

আরও দেখুনঃ



 

 

 


Share