অস্ট্রেলিয়া ডে উদযাপন, নাগরিকত্ব পেলেন ১২,০০০ ব্যক্তি

Prime Minister Scott Morrison poses for photos with new citizens during an Australia Day Citizenship Ceremony and Flag Raising event in Canberra.

Prime Minister Scott Morrison poses for photos with new citizens during an Australia Day Citizenship Ceremony and Flag Raising event in Canberra. Source: AAP

সারা অস্ট্রেলিয়ায় সিটিজেনশিপ শপথ অনুষ্ঠানগুলোতে ১২,০০০ ব্যক্তি অস্ট্রেলিয়ান নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু কোভিড ১৯ সামাজিক দূরত্বের নিয়মের কারণে নতুন নাগরিকরা অস্ট্রেলিয়া ডে'তে সার্টিফিকেট পেয়েছেন গত বছরের তুলনায় অর্ধেক।


অস্ট্রেলিয়ার এক্টিং চিফ মেডিকেল অফিসার সতর্ক করে বলেছেন ভ্যাকসিনেশন শুরু হলেও অনির্দিষ্টকালের জন্য গণস্বাস্থ্য বিধি বহাল থাকবে।  

অস্ট্রেলিয়া ডে উপলক্ষে সিটিজেনশিপ শপথসহ যেসব ইভেন্ট হয়েছে সেগুলোতে উল্লেখযোগ্য জমায়েতের খবর পাওয়া গেছে, এর পরেই ওই স্বাস্থ্য কর্মকর্তা এই মন্তব্য করেছেন।  

এদিকে সারা অস্ট্রেলিয়ায় সিটিজেনশিপ শপথ অনুষ্ঠানগুলোতে ১২,০০০ ব্যক্তি নতুন অস্ট্রেলিয়ান নাগরিকত্ব পেয়েছেন। 

কিন্তু কোভিড ১৯ সামাজিক দূরত্বের নিয়মের কারণে নতুন নাগরিকরা অস্ট্রেলিয়া ডে'তে সার্টিফিকেট পেয়েছেন গত বছরের তুলনায় অর্ধেক। 

ভাইরাসের কারণে গত এপ্রিলের পর এবারেই প্রথম কোন কোন কাউন্সিল মুখোমুখি অনুষ্ঠানে সিটিজেনশিপ দিয়েছে।  

প্রধানমন্ত্রী স্কট মরিসন অস্ট্রেলিয়া ডে উপলক্ষে তার ভাষণে কোভিড ১৯-এর বিষয়েও কথা বলেন এবং অতি প্রয়োজনীয় কাজের কর্মীদের অবদানের কথাও  স্মরণ করেন যারা এই প্রাদুর্ভাবের সময়েও দেশকে সচল রেখেছেন। 

ন্যাশনাল অস্ট্রেলিয়া ডে কাউন্সিলের চেয়ার ড্যানিয়েল রস বলেন, "আজ আমরা হাজার হাজার পুরোভাগে থাকা কর্মীদের ত্যাগের জন্য নিরাপদ থাকতে পারছি, এবং আমাদের দেশকে চলমান রেখেছেন।"

এদিকে কোভিড ১৯ রেস্ট্রিকশনের জন্য সিটিজেনশীপ অনুষ্ঠানগুলোতে লোকসংখ্যা সীমিত রাখার যে সিদ্ধান্ত হয়েছে, একইভাবে অস্ট্রেলিয়া ডে বিরোধী প্রতিবাদ মিছিলের ক্ষেত্রেও একই রেস্ট্রিকশন জারী ছিল। 

অনেক ইন্ডিজিনাস মানুষ এবং কমিউনিটির একটি অংশ ২৬ জানুয়ারী দিনটিকে শোকের দিন মনে করে।
Prime Minister Scott Morrison poses for a photo with new citizens during an Australia Day Citizenship Ceremony and Flag Raising event in Canberra.
Prime Minister Scott Morrison poses for a photo with new citizens during an Australia Day Citizenship Ceremony and Flag Raising event in Canberra. Source: AAP
সিডনির একটি অনুমতিবিহীন কিন্তু শান্তিপূর্ণ সমাবেশ থেকে ৫ জন কে পুলিশ গ্রেফতার করে, সেখানে দুই থেকে তিন হাজার মানুষ যোগ দিয়েছিলো বলে মনে করা হচ্ছে।  

নিউ সাউথ ওয়েলস এসিস্ট্যান্ট পুলিশ কমিশনার মাইকেল উইলিং প্রতিবাদ মিছিল আয়োজকদের ধন্যবাদ জানান, তারা সামাজিক দূরত্ব মেনে ৫০০টির মত ছোট ছোট গ্ৰুপে বিভক্ত ছিল, এবং কোভিড নিরাপত্তা উদ্বেগের মধ্যে তা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।  

এদিকে এক্টিং চীফ মেডিক্যাল অফিসার মাইকেল কিড অস্ট্রেলিয়া ডে'তে বিভিন্ন সমাবেশ বা ইভেন্টের প্রতি ইঙ্গিত করে বলেন, করোনাভাইরাস ভ্যাকসিন দেয়া শুরু হলে স্বাস্থ্যবিধির সবকিছু আমূল পরিবর্তন করে দেবে না। 

তিনি এবিসি নিউজের সাথে সাক্ষাৎকারে সতর্ক করে দিয়ে বলেন, ভ্যাকসিনেশন শুরু হলেই যে প্যান্ডেমিক-পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার প্রত্যাশা করা হচ্ছে তা হয়তো এখনই সম্ভব হবে না।  

আপনার ভাষায় করোনাভাইরাস সম্পর্কে আরো হালনাগাদ তথ্য জানতে ভিজিট করুনঃ 

পুরো প্রতিবেদনটি শুনতে ওপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন

আরও দেখুনঃ

Share