কোভিড-১৯ আপডেট: লকডাউনের বাইরে সাউথ-ইস্ট কুইন্সল্যান্ড, তবে “অপ্রত্যাশিত” একটি কেসের কারণে কেয়ার্নস-এ লকডাউন

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ৮ আগস্ট, ২০২১ এর আপডেট এটি।

Kiongozi wa Queensland Annastacia Palaszczuk, azungumza na waandishi wa habari

Kiongozi wa Queensland Annastacia Palaszczuk, atoa taarifa mpya kuhusu COVID-19 mjini Brisbane, Jumapili, 8 Augosti, 2021. Source: AAP/Danny Casey

  • কুইন্সল্যান্ডে স্থানীয়ভাবে সংক্রমিত আরও নয়টি নতুন কোভিড-১৯ কেস সনাক্ত।
  • আজ বিকাল ৪ টা থেকে কেয়ার্নস এবং ইয়ারাবাহ-তে তিন দিনের জন্য লকডাউন জারি।
  • নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত ২৬২ টি কেস সনাক্ত, এক জনের মৃত্যু।
  • ভিক্টোরিয়ায় স্থানীয়ভাবে সংক্রমিত ১১ টি কোভিড কেস সনাক্ত।

কুইন্সল্যান্ড

কুইন্সল্যান্ডে স্থানীয়ভাবে সংক্রমিত নয়টি নতুন করোনাভাইরাস কেস সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সাতটির সম্পর্ক রয়েছে ইনডোরপিলি ক্লাস্টারের সঙ্গে। একটি কেস গোল্ড কোস্টে এবং বাকি একটি কেয়ার্নসে সনাক্ত করা হয়েছে।

পরিকল্পনা অনুসারে সাউথ-ইস্ট কুইন্সল্যান্ডের লকডাউন আজ বিকাল ৪ টায় শেষ হচ্ছে। তবে, আগামী দু’সপ্তাহ জুড়ে কিছু কিছু নিষেধাজ্ঞা বজায় থাকবে, যেমন, বাধ্যতামূলক মাস্ক পরিধান করা।

কুইন্সল্যান্ডের প্রিমিয়ার অ্যানেস্টেসিয়া প্যালাশে বলেন, কেয়ার্নস-এর কেসটি নিয়ে উদ্বেগ রয়েছে। কারণ, সংক্রমিত ব্যক্তি ট্যাক্সি-চালকের কাজ করেন এবং সংক্রমিত অবস্থায় কমিউনিটিতে তিনি ১০ দিন ছিলেন।

তাই, আজ বিকাল ৪ টা থেকে কেয়ার্নস রিজিওনাল কাউন্সিল এবং ইয়ারাবাহ অ্যাবোরিজিনাল শায়ার কাউন্সিল তিন দিনের জন্য লকডাউন জারি করেছে।

আপনার নিকটস্থ কোভিড-১৯ টেস্টিং সেন্টারগুলো দেখুন।

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত ২৬২ টি নতুন কেস সনাক্ত করা হয়েছে এবং ৮০ এর কোঠার একজন নারী মারা গেছেন।

এসব কেসের মাঝে অন্তত ৭২ জন সংক্রমিত অবস্থায় কমিউনিটিতে ছিলেন।

প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান বলেন, পেনরিথ সিটির ১২ টি সাবার্বকে এরিয়া অফ কনসার্ন হিসেবে ঘোষণা করা হবে এবং রবিবার বিকাল ৫ টা থেকে বিভিন্ন অতিরিক্ত নিষেধাজ্ঞা জারি করা হবে।

ভ্যাকসিনেশন ক্লিনিকগুলোর তালিকা দেখুন

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়ায় স্থানীয়ভাবে সংক্রমিত নতুন ১১ টি কেস সনাক্ত করা হয়েছে। এগুলোর সবগুলোই বিদ্যমান প্রাদূর্ভাবের সঙ্গে সম্পর্কিত। আর, সংক্রমিত অবস্থায় তারা কেউই কোয়ারেন্টিনে ছিলেন না।

সোমবার থেকে ১৮ থেকে ৩৯ বছর বয়সী ভিক্টোরিয়ানরা অ্যাস্ট্রা জেনিকা কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। সেজন্য তাদেরকে নির্দিষ্ট গণ-টিকাদান কেন্দ্রগুলোতে যেতে হবে।

সোমবার থেকে মেল্টনের একটি সাবেক বানিংস ওয়ারহাউজে ড্রাইভ-থ্রু ভ্যাকসিনেশন হাব চালু হবে। অস্ট্রেলিয়ায় এটিই প্রথম ড্রাইভ-থ্রু ভ্যাকসিনেশন হাব।

ভ্যাকসিনেশন সেন্টারগুলোর তালিকা দেখুন

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

Share
Published 8 August 2021 2:08pm
Updated 8 August 2021 2:33pm
By SBS/ALC Content
Presented by Sikder Taher Ahmad
Source: SBS


Share this with family and friends