কোভিড -১৯ আপডেট: নিউ সাউথ ওয়েলসে পাঁচজনের মৃত্যু, নতুন ৩১৯টি স্থানীয় সংক্রমণ, ভিক্টোরিয়ায় ২৯টি স্থানীয় সংক্রমণ

কোভিড -১৯ আপডেট, ৭ অগাস্ট, ২০২১

NSW Health workers outside an apartment block on Campbell Street in Liverpool, after fourteen cases of COVID-19 were confirmed in the building, August 7, 2021.

NSW Health workers outside an apartment block on Campbell Street in Liverpool, after fourteen cases of COVID-19 were confirmed in the building, August 7, 2021. Source: AAP/Bianca De Marchi

  • নিউ সাউথ ওয়েলসের আর্মিডেল এলাকায় আজ বিকেল ৫ টা থেকে সাত দিনের লকডাউন
  • ভিক্টোরিয়া জুড়ে সম্ভাব্য সংক্রমণ এলাকা বা এক্সপোজার সাইটের সংখ্যা বাড়ছে
  • লকডাউন প্রত্যাহার করা হবে কিনা তা জানতে কুইন্সল্যান্ডবাসীদের রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে

নিউ সাউথ ওয়েলস

স্থানীয়ভাবে সনাক্ত ৩১৯টি নতুন কেইস রেকর্ড করার পর নিউ সাউথ ওয়েলসে কোভিড -১৯ সংকট তীব্র হয়েছে, যার মধ্যে কমপক্ষে ৫১জন সংক্রামক অবস্থায় কমিউনিটিতে ছিলেন। ৩১৯টি কেইসের মধ্যে ২১০টি দক্ষিণ-পশ্চিম সিডনিতে।

নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ রাত পেরোতেই আরও পাঁচজনের মৃত্যুর খবর দিয়েছে। এই পাঁচ জনের কাউকেই টিকা দেওয়া হয়নি।

নিউ সাউথ ওয়েলসের আর্মিডেলের স্থানীয় সরকার এলাকা আজ বিকেল ৫টা থেকে ১৫ আগস্ট রবিবার মধ্যরাত ১২:০১মি: পর্যন্ত সপ্তাহব্যাপী লকডাউনে প্রবেশ করতে চলেছে।

নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ সবাইকে টিকা দেওয়ার জন্য অনুরোধ করেছে। এখানে  দেখুন।

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া স্থানীয়ভাবে ২৯টি নতুন কোভিড -১৯ কেইস রেকর্ড করেছে, যাদের কেউই সংক্রামক অবস্থায় কোয়ারেন্টিনে ছিল না। সমস্ত কেইসগুলোই চলতি প্রাদুর্ভাবের সাথে যুক্ত।

স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক করেছে যে রাজ্যে এক্সপোজার সাইটগুলির সংখ্যা বাড়তে পারে। মেলবোর্নের চারটি স্কুল এখন পজেটিভ কেইসের সাথে সংশ্লিষ্ট।

কুইন্সল্যান্ড

কুইন্সল্যান্ড স্থানীয়ভাবে পাওয়া ১৩টি নতুন কেইস রেকর্ড করেছে, যা সবই বর্তমান ইন্দোরুপিলি ক্লাস্টারের সাথে যুক্ত। কুইন্সল্যান্ডে সক্রিয় কেইস এখন ১৪৪টি।

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জ্যানেট ইয়াং বলেছেন, রবিবার বিকেল ৪টায় দক্ষিণ -পূর্ব কুইন্সল্যান্ডের লকডাউন পরিকল্পনা অনুযায়ী তুলে নেয়া হবে কিনা তা নির্ধারণ করার আগে তিনি দিনের পরিসংখ্যান দেখার জন্য রবিবার সকাল পর্যন্ত অপেক্ষা করবেন।

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।



৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

আরও দেখুন:


Share
Published 7 August 2021 1:44pm
Updated 8 August 2021 2:34pm
By SBS/ALC Content
Source: SBS


Share this with family and friends