Feature

সিডনিতে সম্মিলিত বিজয়া সম্মিলন অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার দুই সপ্তাহ পর বিপুল উৎসাহে ও আনন্দে অস্ট্রেলিয়ায় বসবাসরত ২৩ টি পূজা ও সাংস্কৃতিক সংগঠন সম্পন্ন করলো সম্মিলিত বিজয়া সম্মিলন ২০২৩।

Shatadal 1.png

সিডনির ক্যাম্পসি’র ওরিয়ন ফাংশান সেন্টারে গত ৪ নভেম্বর অনুষ্ঠিত হয় সম্মিলিত বিজয়া সম্মিলন ২০২৩। এর আয়োজনে ছিল অস্ট্রেলিয়ায় বসবাসরত ২৩ টি পূজা ও সাংস্কৃতিক সংগঠন। Source: Supplied / Shatadol Talukder

বরাবরের মতই এই আয়োজনের আহ্বান ছিল ‘অশুভের বিনাশ হোক, শুচি হোক বিশ্বলোক’। সব আসুরিক শক্তির বিনাশ করে, সমগ্র বিশ্বে শান্তি, মঙ্গল ও শুভ শক্তির উন্মেষ হোক, এটাই ছিল প্রার্থনা ও আহ্বান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রাদেশিক ও ফেডারেল পর্যায়ের কয়েকজন এমপি ও মন্ত্রী, কমিউনিটির বিপুল সংখ্যক সদস্য, স্পন্সর ও মিডিয়া।

সিডনির সাবার্ব ক্যাম্পসি’র ওরিয়ন ফাংশান সেন্টারে গত ৪ নভেম্বর বিকাল ৪টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে এই আনন্দঘন মহাসম্মিলন। নিউ সাউথ ওয়েলস প্রদেশ থেকে ১৬টি সংগঠন এবং ভিক্টোরিয়া প্রদেশ থেকে তিনটি সংগঠনসহ বাকি চারটি প্রদেশ থেকে একটি করে, মোট ২৩টি সংগঠনের কয়েকশ’ সদস্য সপরিবারে ও সবান্ধবে এতে অংশগ্রহণ করেন।

যেসব সংগঠনের প্রতিনিধি বা সদস্যরা সশরীরে অংশগ্রহণ করতে পারেন নি, তারা বিজয়ার শুভেচ্ছা বার্তা, পূজার ছবি ও ভিডিও পাঠিয়েছেন। এতে উপস্থিতি আংশিক ভার্চুয়াল হলেও অংশগ্রহণে পূর্ণতা পেয়েছে।
Shatadal 2.png
Source: Supplied / Shatadol Talukder
বিকাল ৫টায় তুষার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। কান্ট্রি অ্যাকনলেজমেন্ট, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত গাওয়া এবং পরমেশ ভট্টাচার্য ও অপু সাহার সমন্বয়ে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে ঢাক ও শঙ্খের মূখরিত বাজনার সাথে উলুধ্বনিতে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর পবিত্র গীতা থেকে পাঠ করেন অনন্যা ভূইয়া ও অংকিতা দত্ত।

সম্মিলিত বিজয়া সম্মিলনের উদ্যোগে ও পরিকল্পনায় এবং আকাশ দে’র তত্ত্বাবধানে নির্মিত এবছর সমগ্র অস্ট্রেলিয়ায় সকল পূজার ছবি, ভিডিও এবং গত বছরের বিজয়া সম্মিলনের ছবিসহ একটি ভিডিও প্রদর্শিত হয়। ঐক্যবদ্ধ হয়ে আনন্দ উৎসব পালন এবং সম্মিলিত শক্তিতে অশুভ শক্তিকে রুখে দেবার বার্তাও ছিল এই ভিডিওতে, যা সবাইকে উদ্বুদ্ধ করে।

এরপর বিজয়া উপলক্ষে ‘শক্তিরূপিণী দুর্গা তুমি ভক্তিরূপে এসো’ গানের সাথে বিশেষ নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ পূজা এসোসিয়েশনের পেশাদার নৃত্যশিল্পী মৌসুমী সাহা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের মন্ত্রী সোফি কটসিস এমপি। তিনি এই সমন্বিত বর্ণিল ও প্রাণোস্ফূরণময় উৎসব পালনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বহুজাতিক ও বহুসাংস্কৃতিক সমাজে এমন উৎসব ও উদ্যোগ নিশ্চিতভাবেই কমিউনিটিতে প্রাণ ও প্রেরণা সঞ্চার করবে। আর অশুভ শক্তির বিরুদ্ধে নিরন্তর সংগ্রামের এই প্রত্যয়ে বক্তাগণও সংহতি প্রকাশ করেন।
এরপর উপস্থিত সকল সংগঠনের সভাপতি ও প্রতিনিধিগণ মঞ্চে দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় ও ঐক্য অটুট রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দেবযানী রায়ের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্যে অংশগ্রহণ করেন সিডনির একঝাঁক শিল্পী। তাছাড়া দু’জন জনপ্রিয় অতিথি কণ্ঠশিল্পীর গানও অন্তর্ভুক্ত ছিল, যা সবাইকে মুগ্ধ করে।

শুধু বাঙালি কমিউনিটির উৎসব নয়, এই প্রদেশের একটি বর্ণিল ও প্রাণময় উৎসব ছিল এই আয়োজন, এমনটি বলেছেন উপস্থিত অনেক অতিথি।

প্রেস বিজ্ঞপ্তি
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।

প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর ২০২৩ থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 10 November 2023 1:35pm
Updated 10 November 2023 1:41pm
By Sikder Taher Ahmad
Source: SBS

Share this with family and friends