ভিক্টোরিয়ার জিলং-এ বাংলাভাষীদের দুর্গাপূজা অনুষ্ঠিত

Geelong 1.JPG

গত ২১ ও ২২ অক্টোবর, ২০২৩ ভিক্টোরিয়ার জিলং-এ অনুষ্ঠিত হলো দুর্গাপূজা। এতে অংশ নেন জিলং-এর ডেপুটি মেয়র অ্যান্থোনি অ্যাটকেন এবং তার স্ত্রী সু মিনচিন্টন। Source: Supplied / Association of Bengalis in Geelong/Arnab Dasgupta

Get the SBS Audio app

Other ways to listen

অ্যাসোসিয়েশন অব বেঙ্গলিজ ইন জিলং এর উদ্যোগে আয়োজিত দুর্গাপূজায় অংশ নেন বাংলাভাষীদের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের লোকেরাও।


গত ২১ ও ২২ অক্টোবর, ২০২৩ ভিক্টোরিয়ার জিলং-এ অনুষ্ঠিত হলো দুর্গাপূজা। রিজিওনাল ভিক্টোরিয়া ও জিলং-এ আয়োজিত প্রথম দুর্গাপূজা এটি।

দুর্গাপূজার সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর ধর্মীয় আয়োজন ছাড়াও ছিল নাচ, গান ও কবিতা আবৃত্তির মতো নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড। এতে অংশ নেন জিলং-এর ডেপুটি মেয়র অ্যান্থোনি অ্যাটকেন এবং তার স্ত্রী সু মিনচিন্টন।

দুর্গাপূজা এবং অ্যাসোসিয়েশন অব বেঙ্গলিজ ইন জিলং-এর কর্মকাণ্ড নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সংগঠনটির কালচারাল সেক্রেটারি অর্ণব দাশগুপ্ত।

অর্ণব দাশগুপ্তের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।

প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 

Share