প্রাসঙ্গিক ভাবনা: অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের অংশগ্রহণ কী জরুরী?

Mohammad Shahe Zaman Titu

Mohammed Shahe Zaman Titu, Councillor of Canterbury-Bankstown City Council. Source: SBS Bangla

Get the SBS Audio app

Other ways to listen

‘প্রাসঙ্গিক ভাবনা’র আজকের বিষয়: অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ কতোটা যুক্তিযুক্ত এবং বাংলাদেশের রাজনীতি অস্ট্রেলিয়ায় করার উপযোগিতা কতোটুকু? এসব নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন কেন্টারবেরি-ব্যাংকসটাউন কাউন্সিলের কাউন্সিলর মোহাম্মদ শাহে জামান টিটু।


‘প্রাসঙ্গিক ভাবনা’য় এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন কেন্টারবেরি-ব্যাংকসটাউন কাউন্সিলের কাউন্সিলর মোহাম্মদ শাহে জামান টিটু।

অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন,

“আমাদের অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা উচিত।”

অস্ট্রেলিয়ার রাজনীতিতে যোগদানের আগে রাজনৈতিক দলগুলোর নীতিমালা ভাল করে জেনে নিতে বলেন তিনি।

বাংলাদেশের রাজনীতি অস্ট্রেলিয়াতে করাটা কতোটা যুক্তিযুক্ত সে সম্পর্কে জনাব টিটু বলেন,

“আমরা অনেক ইমোশনাল জাতি।... এ দেশে বাংলাদেশের রাজনীতি করা খারাপ বলবো না। পাশাপাশি (অস্ট্রেলিয়ার) মূলধারার রাজনীতিতে ‘স্ট্রংলি’ অংশগ্রহণ করাটা অনেক বেশি যুক্তিযুক্ত।”

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাজনীতি করাটা দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং অস্ট্রেলিয়ায় প্রবাসীদের জন্য যতোটা ফলপ্রসূ হবে, তার চেয়েও বেশি উপকারে আসবে যদি আপনি অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত হন।

কাউন্সিলর মোহাম্মদ শাহে জামান টিটুর সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .




Share