সিডনির ছায়া জাতিসংঘে বাংলাদেশের জয়গান

Farah Ulfath Proma

Farah Ulfath Proma. Source: Supplied

Get the SBS Audio app

Other ways to listen

তরুণ শিক্ষার্থীদের জাতিসংঘ সম্পর্কে ধারণা দেয়ার জন্য প্রতিবছর আয়োজন করা হয় এশিয়া প্যাসিফিক মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্স। ১৯৯৫ সাল থেকে এশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর এই কনফারেন্স অনুষ্ঠিত হয়ে আসছে।


মূলত জাতিসংঘের সাধারণ পরিষদের অনুকরণে এই সম্মেলন আয়োজন করায় একে ছায়া জাতিসংঘ সম্মেলন নামে অভিহিত করা হয়। এ বছর সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসে। 

এশিয়া এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। প্রমা এই সম্মেলনে জাতিসংঘ নারী ক্ষমতাবিষয়ক সংস্থার চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। 
Farah Ulfath Proma
Farah Ulfath Proma. Source: Supplied
মূল জাতিসংঘ সাধারণ পরিষদের মতোই প্ল্যানারি সেশন, কমিটি সেশনের আলোচনার মাধ্যমে পাস করিয়ে আনা হয় পুরো বিশ্বের সাধারণ মানুসের স্বার্থজনিত নানা এজেন্ডা।

"এ ধরণের সম্মেলনে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা শেয়ার করতে পারে," বলেছেন প্রমা। 

"আমার দায়িত্ব ছিল শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া, পুরো কমিটি পরিচালনা করা এবং শেষে সেরা প্রতিনিধিদের পুরষ্কারের জন্য নির্বাচিত করা।"
Farah Ulfath Proma
Farah Ulfath Proma (L). Source: Supplied
প্রমা বলেন, "যেহেতু এটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের সবচেয়ে বড় ছায়া জাতিসংঘ সম্মেলন এবং পুরো পৃথিবীতেও অন্যতম সেরা, এখানে একজন চেয়ারপারসন  হিসেবে নির্বাচিত হওয়াটা সহজ ছিল না।"

"এ ধরণের আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশকে চেনানোর সুযোগ থাকে।"

তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে এখানে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়, যাতে বিশ্বের নানা প্রান্তের অসংখ্য শিক্ষার্থী এই পদের জন্য আবেদন করে। শুরুতে অনলাইনে আবেদন করতে হয়, পরে স্কাইপ ইন্টারভিউর মাধ্যমে হয় নির্বাচন প্রক্রিয়া। 

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অর্থনীতির তৃতীয় বর্ষের ছাত্রী প্রমা। পড়াশোনার পাশাপাশি প্রমার আগ্রহ রয়েছে বিতর্ক, ছায়া জাতিসংঘ এবং আন্যান্য পাবলিক স্পিকিং সংক্রান্ত কাজে।

Share