বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলাই আমাদের লক্ষ্য : ডঃ নওশাদ

Bangladeshi migrant

Victorian Premiere Daniel Andrew with BLCS students Source: Supplied

Get the SBS Audio app

Other ways to listen

আশির দশকের মাঝামাঝি সময়ে মেলবোর্নে যখন বাংলাদেশি অভিবাসীদের আগমন শুরু হয় তখন কয়েকজন প্রবাসীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল স্কুল। স্কুলটি এখনো নতুন প্রজন্মের বাংলাভাষীদের বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। এ স্কুলের ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট ডঃ নওশাদ হক এসবিএসকে জানাচ্ছেন তাদের স্কুলের কার্যক্রম বিষয়ে। সাক্ষাতকারটি শুনতে ওপরের লিঙ্কে ক্লিক করুন।


 

বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারাল স্কুল (বিএলসিএস) মেলবোর্নের প্রথমদিককার বাংলা স্কুলগুলোর অন্যতম। এই স্কুলের ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট ডঃ নওশাদ হক বলেন তারা নতুন প্রজন্মের বাংলাভাষী শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষা এবং সংস্কৃতি প্রতি আগ্রহ সৃষ্টি করছেন। শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে প্রোজেক্ট ভিত্তিক কার্যক্রম চালু করেছেন। তাছাড়া নাচ-গানের মাধ্যমেও নিজ সংস্কৃতিকে তুলে ধরেছেন ।  

Bangladeshi scientist Dr Nawshad Haque
Dr Nawshad Haque Source: Dr Nawshad Haque
তিনি বলেন তাদের স্কুল পরিচালনার সবচেয়ে বড় চ্যালেঞ্জেটি হচ্ছে আর্থিক। তাছাড়া শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে উপস্থিত রাখতে তাদের নানাভাবে চেষ্টা করতে হয়।  
Bangladeshi migrant
Bangladeshi community members Source: Supplied

Share