নির্বাচন বানচালের ক্ষমতা নেই কারোর: হানিফ

Mahbubul Alam Hanif

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। Source: Facebook

নির্বাচনের দোহাই দিয়ে সন্ত্রাসীদের রক্ষার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, "যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামি বিএনপির শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে, এটা লজ্জাজনক। বিএনপি এখন সন্ত্রাসীদের দল।"


আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এরইমধ্যে বাংলাদেশে নির্বাচনী আমেজে দিনভর সরগরম রাজনৈতিক দলগুলোর প্রধান কার্যালয়। চলছে প্রার্থী মনোনয়ন এবং নির্বাচনী প্রচারণার কাজ। অভিযোগ এবং পাল্টা অভিযোগ করছে রাজনৈতিক দলগুলো। বর্তমান ক্ষমতাসীন দল  বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী হালচাল জানতে, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সাথে কথা বলেছে এসবিএস বাংলা।

কবে নাগাদ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে? উত্তরে মাহবুব উল আলম হানিফ জানান,  আগামী ২৪ অথবা ২৫ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। এই মুহূর্তে শরিকদলগুলোর সাথে আসন বণ্টন নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।
"নতুন বা পুরাতন নয়। সাধারণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীদেরকেই মনোনয়ন দেয়া হবে," বলেছেন হানিফ। 

"নির্বাচন বানচাল করার ক্ষমতা কারোর নেই। ভবিষ্যতে যদি কেউ ওইধরনের কোন চক্রান্তে মিলিত হয়, তাহলে তারা ব্যর্থ হবে।"

বাংলায় পুরো রিপোর্ট শুনতে উপরের অডিও লিঙ্কে ক্লিক করুন।


Share