"চাইল্ড কেয়ার সাবসিডির পরিমান পরিবারগুলোর প্রয়োজনের ওপর নির্ধারিত হওয়া উচিত"

Mỗi nhà trẻ thường chỉ có bốn phòng chia theo từng năm tuổi khác nhau: từ 6 tháng tới 1 tuổi, từ 1 tuổi trở lên đến 2 tuổi, từ 2 tuổi trở lên đến 3 tuổi và từ 3 tuổi trở lên đến 4 tuổi.

Mỗi nhà trẻ thường chỉ có bốn phòng chia theo từng năm tuổi khác nhau Source: Getty Images

Get the SBS Audio app

Other ways to listen

বাংলাদেশী কমুনিটির অনেক বাবা-মা দুজনেই কাজ করে থাকেন। তখন যে বিষয় টি নিয়ে তাদের বেশি ভাবতে হয় তাহলো কাজের সময়টাতে বাচ্চাদের দেখাশোনা করা। শিশুদের চাইল্ড কেয়ার ফ্যাসিলিটিতে রাখা যথেষ্ট ব্যয়বহুল। অনেকেই এজন্য সরকারের দেয়া চাইল্ড কেয়ার সাবসিডির ওপর নির্ভরশীল।এ সাবসিডি তাদের কিভাবে সাহায্য করছে তা নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন আর্লি চাইল্ডহুড এডুকেটর মিসেস আসমা হুদা।


আসমা হুদা বলেছেন, চাইল্ড কেয়ার সাবসিডি তার পরিবারের জন্য খুব সহায়ক।

যেহেতু তার বাচ্চারা স্কুলে যাচ্ছে তার কেবলমাত্র ২০ ঘন্টা প্রয়োজন। কিন্তু তিনি পান ৭৫ ঘন্টা যা তার দরকার পড়ছে না। তবে তার যে কয়েক ঘন্টা সুবিধার প্রয়োজন তার জন্য তাকে ১৫% চার্জ দিতে হবে যা তার জন্য ব্যয়বহুল।

কিছু বাবা-মায়েদের পুরো ফুল টাইম চাইল্ড কেয়ারের প্রয়োজন হয়। এই ভর্তুকি তাদের জন্য উপযুক্ত হবে।
Bangladeshi Community
Asma Huda is a working mother from Melbourne Source: Supplied
আসমার মতো পিতামাতারা যদি সরকারের কাছ থেকে চাইল্ড কেয়ার চার্জের জন্য বেশি ভর্তুকি পান তবে তারা উপকৃত হবেন। এ ক্ষেত্রে তাদের সাবসিডির জন্য যে পরিমান 'অনুমোদিত সময়' আছে তা কম হলেও চলবে।

আসমা হুদা বলেন, "সুতরাং, প্রয়োজনটি প্রকৃতপক্ষে পরিবারগুলোর পৃথক পরিস্থিতির উপর নির্ভর করে"।


Share