“তুমি আমাদের পরিবারের অসম্মান করেছো, তোমার কাছে আমরা এটা আশা করি নি”

২০১৭ সালের ডিসেম্বরে ট্রান্স ও সমকামী নারীদের কল্যানে সিডনিতে একটি অলাভজনক সংগঠন ‘শি-কিউ’ প্রতিষ্ঠা করেন কমলিকা দাশগুপ্ত।

২০১৭ সালের ডিসেম্বরে ট্রান্স ও সমকামী নারীদের কল্যানে সিডনিতে একটি অলাভজনক সংগঠন ‘শি-কিউ’ প্রতিষ্ঠা করেন কমলিকা দাশগুপ্ত। Source: SheQu Group Inc.

Get the SBS Audio app

Other ways to listen

সমকামীদের বার্ষিক প্যারেড ‘সিডনি মার্ডি গ্রা ২০২১’ উপলক্ষে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন ট্রান্স ও সমকামী নারীদের জন্য অলাভজনক সংগঠন ‘শি-কিউ’-এর প্রতিষ্ঠাতা কমলিকা দাশগুপ্ত।


হাইলাইটস

  • ককেশিয়ান ছাড়া অন্যান্য জাতি-গোষ্ঠীর ট্রান্স ও সমকামী নারীদের কল্যানে কাজ করে ‘শি-কিউ’।
  • সংগঠনটির প্রতিষ্ঠাতা কমলিকা দাশগুপ্ত বাংলাভাষী।
  • এবারের মার্ডি গ্রা প্যারেড সিডনির অক্সফোর্ড স্ট্রিটে অনুষ্ঠিত হচ্ছে না।

ট্রান্স ও সমকামী নারীদের জন্য অলাভজনক সংগঠন ‘শি-কিউ’ এর বর্তমান বোর্ডের সঙ্গে এর প্রতিষ্ঠাতা কমলিকা দাশগুপ্ত (সর্ববামে)।
ট্রান্স ও সমকামী নারীদের জন্য অলাভজনক সংগঠন ‘শি-কিউ’ এর বর্তমান বোর্ডের সঙ্গে এর প্রতিষ্ঠাতা কমলিকা দাশগুপ্ত (সর্ববামে)। Source: SheQu Group Inc.
২০১৭ সালের ডিসেম্বরে ট্রান্স ও সমকামী নারীদের কল্যানে সিডনিতে একটি অলাভজনক সংগঠন ‘’ প্রতিষ্ঠা করেন কমলিকা দাশগুপ্ত। ভাষা ও সংস্কৃতির দিক দিয়ে বৈচিত্রপূর্ণ পটভূমির কুইয়ার এবং ট্রান্স নারীদের জন্য এটি কাজ করে থাকে।

অ্যাকাউন্টেন্ট ও বিজনেস অ্যাডভাইজার পেশায় কর্মরত কমলিকার পরিবার কলকাতায় বসবাস করেন। যখন তারা প্রথম জানতে পারেন যে, তিনি সমকামী, তখন তারা খুবই হতভম্ব এবং রাগাম্বিত হয়ে যান।

তিনি তার মায়ের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু, তার মা বলেন, তুমি আমাদের পরিবারের অসম্মান করেছো। তোমার কাছে আমরা এটা আশা করি নি।

কিন্তু, বর্তমানে তার বাবা-মা এবং পরিবারের অন্যান্য সবাই খুবই আন্তরিক, বলেন কমলিকা।

“আমি ও আমার ভাই তাদেরকে সেকশুয়ালিটির বিষয়ে অবহিত ও শিক্ষিত করি। তারপর তাদের মাঝে ইতিবাচক পরিবর্তন আসে। এখন তাদের সবার সঙ্গেই আমার খুবই আন্তরিক সম্পর্ক।”
করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে সমকামীদের এ বছরের মার্ডি গ্রা প্যারেড বরাবরের মতো সিডনির অক্সফোর্ড স্ট্রিটে অনুষ্ঠিত হচ্ছে না। এর পরিবর্তে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টিকিট-ইভেন্ট হিসেবে এটি অনুষ্ঠিত হচ্ছে। এবারের অংশগ্রহণকারীদের সংখ্যাও অন্যান্য সময়ের তুলনায় অনেক কম হবে।

ককেশিয়ান ছাড়া অন্যান্য জাতি-গোষ্ঠীর ট্রান্স ও সমকামী নারীদের নিয়ে কাজ করে শি-কিউ।

সংগঠনটির কার্যক্রম সম্পর্কে কমলিকা বলেন,

“তিন ধরনের কার্যক্রম পরিচালনা করে শি-কিউ। ক্যারিয়ার ডেভেলপমেন্ট, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা, অনুদান সংগ্রহ এবং তৃতীয়ত, সামাজিক একীভূতকরণ।”

সিডনির বাইরে থাকার কারণে এ বছরের মার্ডি গ্রা প্যারেডে অংশ নিতে পারছেন না তিনি।

কমলিকা দাশগুপ্তের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share