মেলবোর্নে পালিত হলো দুর্গা পূজা

Puja

Source: Sunny Sanjay

Get the SBS Audio app

Other ways to listen

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা শেষ হল গত শুক্রবার। অস্ট্রেলিয়ার অন্যান্য স্থানের মত মেলবোর্নেও পালিত হয়েছে শারদীয় দুর্গা পূজা। এর মধ্যে ভিক্টোরিয়া রাজ্যের ব্যাকাশ মার্সের অধিবাসী সানি সঞ্জয় পরিবারের উদ্যোগে কৃষ্ণা কুটিরে পাঁচদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠান এ অঞ্চলে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গত বেশ কয়েক বছর যাবত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কৃষ্ণা কুটিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। সনাতনী রীতিনীতি মেনে, তিথি নক্ষত্র দেখে, প্রবাসের মাটিতে দেশীয় আমেজে ঢাক-ঢোল কাঁসা-জুড়ি বাজিয়ে, মাকে বরণ করে নেওয়া হয়। সানি পরিবারের সঙ্গে বন্ধুবান্ধবদের অপার আন্তরিকতা আর অক্লান্ত প্রচেষ্টায় বেশ ঘটা করে বাড়ির পুজো হয় বারোয়ারির সাজে।


গত সোমবার ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া মহাষষ্টি পুজো থেকে শুক্রবার বিজয়া দশমী আড়ম্বরের সঙ্গেই সম্পন্ন হলো এই পূজা। অত্যন্ত সুদৃশ্য কৃষ্ণা কুটিরের পুরো বাড়ির আঙিনা জুড়ে ছিল বিভিন্ন হাতে আঁকা ছবির ওপর মনোরম আলোকসজ্জা আর আলপনায় সুসজ্জিত ঝলমলে মঞ্চ।
Durga Puja
Source: Sunny Sanjay

পুজো অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাঙালির পাশাপাশি অন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমন্ত্রিত ছিলেন। অংশগ্রহণকারীরা বন্ধুত্ব, সৌহার্দ্য আর সম্প্রীতির  এ মিলনমেলায় শামিল হতে দেশের আমেজে প্রবাসের মাটিতে শারদোৎসবে আনন্দের বন্যায় অবগাহন করতে মেতে ছিল কটা দিন।
দর্শনার্থীদের জন্য এই পাঁচ দিনব্যাপী করা হয়েছিল অত্যন্ত মুখরোচক খাবার পরিবেশন করা হয়।
Durga Puja
Source: Sunny Sanjay

প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share