'অন্যদিন' নিয়ে সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে কামার আহমাদ সাইমন - 'পানি বা নদীকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষের গল্প বললে সেটা অসম্পূর্ণ থেকে যাবে'

Bangladeshi filmmaker Kamar Ahmad Simon is currently in Australia to attend the Sydney Film Festival 2022 with his film 'Day After' ('অন্যদিন').

Bangladeshi filmmaker Kamar Ahmad Simon is currently in Australia to attend the Sydney Film Festival 2022 with his film 'Day After' ('অন্যদিন'). Source: Kamar Ahmad Simon/Facebook

Get the SBS Audio app

Other ways to listen

বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন তাঁর চলচ্চিত্র 'অন্যদিন' বা 'ডে আফটার' নিয়ে সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২-এ যোগ দিতে বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন। এটি তার 'ওয়াটার ট্রিলজী' বা জলত্রয়ীর দ্বিতীয় ছবি, এর প্রথম ছবি 'শুনতে কী পাও' বাংলাদেশ ছাড়াও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে দারুন প্রশংসিত হয়।


চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন এসবিএস বাংলার সাথে কথা বলেছেন তাঁর চলচ্চিত্র নির্মাণের নানা বিষয় নিয়ে।

কামার আহমাদ সাইমনের অন্যান্য ছবির মধ্যে আছে 'নীলমুকুট', এবং 'শিকলবাহা' নামের আরেকটি ছবি যেটির কাজ শেষ পর্যায়ে।

'অন্যদিন' ছবিটি প্রসঙ্গে মি. কামার বলেন, এর আগে জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া বাংলাদেশের উপকূল অঞ্চল সুন্দরবনে তথা দক্ষিণবঙ্গের নদী ও মানুষদের নিয়ে নির্মিত চলচ্চিত্র 'শুনতে কী পাও' -এর পরিধি যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই 'অন্যদিন' ছবির শুরু এবং এর বিস্তৃতি শেষ হয় বাংলাদেশের রাজধানী ঢাকা পর্যন্ত - যেটি দেখে মনে হবে 'এক খন্ড বাংলাদেশ পানির উপর ভেসে বেড়াচ্ছে।'
Kamar's film 'Day After' had its world premiere at the world's leading film festival, the International Documentary Film Festival, Amsterdam (IDFA).
Kamar's film 'Day After' had its world premiere at the world's leading film festival, the International Documentary Film Festival, Amsterdam (IDFA). Source: Kamar Ahmad Simon/Facebook
ইতিমধ্যেই ছবিটির অস্ট্রেলিয়ান প্রিমিয়ার হয়েছে গত ১৪ই জুন দুপুর তিনটায় সিডনির সুবিশাল স্টেট থিয়েটারে, যেটি একটি হেরিটেজ লিস্টেড থিয়েটার। এরপর ১৮ই জুন দুপুর একটায় সিডনির ইভেন্ট থিয়েটারে আরেকটি শো হবার কথা রয়েছে।

এর আগে 'অন্যদিন'-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় বিশ্বের প্রথম সারির ফিল্ম ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল ডকুমেন্টারী ফিল্ম ফেস্টিভ্যাল, আমস্টারডামের (IDFA) তুসিনস্কি থিয়েটারে, যেখানে এটি ইন্টারন্যাশনাল কম্পেটিশন বিভাগে স্থান পায়। এছাড়া নিউইয়র্কের মিউজিয়াম অফ মুভিং ইমেজ (MoMI)-এর রেডস্টোন থিয়েটারেও ছবিটি প্রদর্শিত হয়।

কামার আহমাদ সাইমন তাঁর 'ওয়াটার ট্রিলজির' তৃতীয় ছবি 'আরো কিছু জীবন' নির্মাণ করবেন উত্তরবঙ্গের নদীগুলো নিয়ে যেগুলো মারা যাচ্ছে।
Kamar Ahmad Simon is seen with his wife and Producer Sara Afreen.
Kamar Ahmad Simon is seen with his wife and Producer Sara Afreen. Source: Kamar Ahmad Simon/Facebook
'বাংলাদেশ একটি বদ্বীপ...আমি যখন ভাবছিলাম এই জনপদের মানুষদের নিয়ে ছবি বানানোর, তখন দেখলাম এই গল্প বলতে গেলে পানি বা নদীকে বাদ দিয়ে বলতে গেলে অসম্পূর্ন থেকে যাবে,' 'ওয়াটার ট্রিলজী' বা জলত্রয়ী প্রসঙ্গে বলেন তিনি।  

কামার আহমাদ সাইমনের আলাপচারিতার প্রথম পর্বটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বটি শুনতে ।  


Follow SBS Bangla on .

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

আরও দেখুন:


 


Share