নিউ সাউথ ওয়েলস এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কমেন্ডেড অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাদমান নাকিব স্বপ্নীলের সাক্ষাৎকার

Commended award holder Sadman Nakib Swapnil

Sadman Nakib Swapnil received Commended award from NSW Education department in 2017 for his excellence in Bangla language. Source: Courtesy of Nusrat Jahan Smriti

২০১৭ সালে বাংলা ভাষা চর্চার জন্য নিউ সাউথ ওয়েলস এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কমেন্ডেড অ্যাওয়ার্ড পেয়েছেন সাদমান নাকিব স্বপ্নীল। পারিবারিকভাবে বাংলা ভাষার চর্চাই এর পেছনে অবদান রেখেছে বলেন তিনি ও তার মা নুসরত জাহান স্মৃতি।


নিউ সাউথ ওয়েলস ডিপার্টমেন্ট অফ এডুকেশন থেকে প্রতিবছর মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন স্টুডেন্ট অ্যাচিভমেন্ট ফর কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস পুরস্কার প্রদান করা হয়। ২০১৮ সালের জন্য এখনো নমিনেশন গ্রহণ করা শুরু হয় নি।

গত ২০১৭ সালে বাংলা ভাষার ক্ষেত্রে কমেন্ডেড এবং হাইলি কমেন্ডেড ক্যাটাগরিতে মোট তিন জন পুরস্কার পায়। ব্লাকটাউন বয়েজ থেকে সাদমান নাকিব স্বপ্নীল, এপিং ওয়েস্ট পাবলিক স্কুল থেকে নাশিতা আহসান এবং রকডেল পাবলিক স্কুল থেকে মেঘলা বসু।

এসবিএস বাংলার সঙ্গে কথা বলেন সাদমান নাকিব স্বপ্নীল এবং তার মা নুসরত জাহান স্মৃতি। পারিবারিকভাবে বাংলার চর্চার উপরই তারা গুরুত্ব আরোপ করেন।
Commended award
Sadman Nakib Swapnil and his family members. Source: Courtesy of Nusrat Jahan Smriti


বাংলায় তাদের সাক্ষাৎকার শুনতে উপরের মিডিয়া প্লেয়ারটিতে ক্লিক করুন।


Share