“অস্ট্রেলিয়ায় সবার সঙ্গে মিলে-মিশে দিওয়ালী উদযাপন করি”

Chondryma Chakrobortti Diwali Melb.jpg

অন্যদের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন বাংলাভাষী সঙ্গীত-শিল্পী চন্দ্রিমা চক্রবর্তী (ডান থেকে দ্বিতীয়)। তিনি বলেন, দশ বছর আগে এই মঞ্চ থেকেই তিনি তার গানের ক্যারিয়ার শুরু করেন। অস্ট্রেলিয়ায় সবার সঙ্গে মিলে-মিশে দিওয়ালী উদযাপন করার কথা বলেন তিনি। Credit: Chondryma Chakrobortti/FB/Pulak Bose

Get the SBS Audio app

Other ways to listen

মেলবোর্নের ফেডারেশন স্কোয়ারে গত ৪ নভেম্বর, ২০২৩, শনিবার অনুষ্ঠিত হয়ে গেল দীপাবলী উৎসব। সেলিব্রেট ইনডিয়ার এই অনুষ্ঠানে অংশ নেন শত শত লোক।


দুপুর থেকেই লোক সমাগম হতে থাকে ফেডারেশন স্কোয়ারে। নাচে, গানে ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে মেলবোর্নবাসী।

অন্যদের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন বাংলাভাষী সঙ্গীত-শিল্পী চন্দ্রিমা চক্রবর্তী। তিনি বলেন, দশ বছর আগে এই মঞ্চ থেকেই তিনি তার গানের ক্যারিয়ার শুরু করেন। অস্ট্রেলিয়ায় সবার সঙ্গে মিলে-মিশে দিওয়ালী উদযাপন করার কথা বলেন তিনি।
Fed Sq Melb Diwali 1.jpeg
মেলবোর্নের ফেডারেশন স্কোয়ারে গত ৪ নভেম্বর, ২০২৩, শনিবার অনুষ্ঠিত হয়ে গেল দীপাবলী উৎসব। সেলিব্রেট ইনডিয়ার এই অনুষ্ঠানে অংশ নেন শত শত লোক। দুপুর থেকেই লোক সমাগম হতে থাকে ফেডারেশন স্কোয়ারে। নাচে, গানে ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে মেলবোর্নবাসী। Source: SBS / Sikder Taher Ahmad
দিওয়ালীতে গত দু’বছর ধরে নৃত্য পরিবেশন করছেন ভারত থেকে মেলবোর্নে আসা তপোলীনা ভট্টাচার্যী।

তিনি বলেন, ভারতের সঙ্গে দিওয়ালী উদযাপনের তুলনা করতে বললে তিনি বলেন, দেশের সঙ্গে তো তুলনা করা যাবে না। অস্ট্রেলিয়াতে সরকার যে এটি মেনে নিয়েছে সেটাকেই তিনি অনেক বড় ব্যাপার বলে উল্লেখ করেন।

বাংলাদেশ থেকে এসেছেন নাওমি দেব। তিনিও নৃত্য পরিবেশন করেছেন। তার সঙ্গে ছিলেন সাবা মুসাররাত।
অস্ট্রেলিয়ায় সম্প্রতি এসেছেন সাবা। এদেশে এটাই তার প্রথম দিওয়ালী। অস্ট্রেলিয়ায় বৈচিত্রময় সংস্কৃতির উদযাপন করা দেখে তার ভাল লেগেছে বলেন তিনি।

অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক বৈচিত্র এবং মেলবোর্নের সেদিনের চমৎকার আবহাওয়ার কথাও বলেন সাবা।
Fed Sq Melb Diwali 3.jpeg
বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় সম্প্রতি এসেছেন সাবা মুসাররাত (মাঝে)। এদেশে এটাই তার প্রথম দিওয়ালী। অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক বৈচিত্রের প্রশংসা করেন তিনি। তার সঙ্গে রয়েছেন নাওমি দেব এবং সোহা রায়। Source: SBS / Sikder Taher Ahmad
ফেডারেশন স্কোয়ারের এই দিওয়ালী অনুষ্ঠানে মুখরোচক নানা প্রকার খাবারের স্টলের পাশাপাশি ছিল অন্যান্য পণ্যের স্টল।

বিকেলের পর থেকে ভীড় বাড়তে থাকে। আর, সন্ধ্যার পর সেখানে ছিল না তিল ধারণের স্থান। রাত ন’টার পর ফায়ার ওয়ার্ক বা আতশবাজির মাধ্যমে শেষ হয় এই অনুষ্ঠান।

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।

প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 

Share