“ডামা” নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে: ব্যারিস্টার রুমানা জাহান

Australian immigration visa.

Source: SBS

অস্ট্রেলিয়ার দু’টি রিজিওনে ইতোমধ্যে Designated Area Migration Agreements (DAMA) ঘোষণা করা হয়েছে। বড় বড় শহর থেকে অভিবাসীদের চাপ কমাতে এই স্কিম গ্রহণ করেছে সরকার। ‘ডামা’র বেশ কয়েকটি দিক সম্পর্কে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন মেলবোর্নের মাইগ্রেশন এজেন্ট, ব্যারিস্টার ও সলিসিটর রুমানা জাহান।


অস্ট্রেলিয়ার রিজিওনাল এলাকাগুলোতে বসবাসের জন্য অভিবাসীদেরকে আকৃষ্ট করতে অস্ট্রেলিয়া সরকার নতুন একটি পরিকল্পনা গ্রহণ করেছে। এটি Designated Area Migration Agreements (DAMA) নামে পরিচিত। এ সম্পর্কে ব্যারিস্টার রুমানা জাহান বলেন,
“ডামা নিয়ে মিডিয়াতে এবং সোশাল মিডিয়াতে অনেক কথা হচ্ছে, লেখালেখি হচ্ছে। এটা নিয়ে অনেক মিস-আন্ডারস্ট্যান্ডিংও আছে।”
“ডামা হচ্ছে এমপ্লয়ার স্পন্সরড প্রোগ্রাম।”

“আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা সতর্কতার সঙ্গে  সিদ্ধান্ত নেবেন।”
Parent visa, DAMA
Migration agent, Barrister and Solicitor Rumana Jahan. Source: Supplied
এসবিএস বাংলার সঙ্গে ব্যারিস্টার রুমানা জাহানের সম্পূর্ণ সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .


Share