এস্ট্রাজেনিকা ভ্যাকসিন দেয়া শুরু হলো সাউথ অস্ট্রেলিয়ায়, মেলবোর্নে উৎপাদিত হচ্ছে ৫০ মিলিয়ন ডোজ

Chief Nursing and Midwifery Officer Alison McMillan at a press conference at Parliament House in Canberra, Thursday, May 28, 2020. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING

Chief Nursing and Midwifery Officer Alison McMillan at a press conference at Parliament House in Canberra, Source: AAP

Get the SBS Audio app

Other ways to listen

এস্ট্রাজেনিকা ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে সাউথ অস্ট্রেলিয়ায়, যদিও অস্ট্রেলিয়ার কোভিড -১৯ ভ্যাকসিন কর্মসূচী এখনও প্রত্যাশিত সময়সূচির পিছনে রয়েছে কিন্তু স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে তারা অক্টোবরের মধ্যে এটি সম্পন্ন করতে পারবে বলে আত্মবিশ্বাসী।



গুরুত্বপূর্ণ দিকগুলো

  • কমপক্ষে ৫০ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন মেলবোর্নে উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।
  • অস্ট্রেলিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে তারা অক্টোবরের মধ্যে ভ্যাকসিন প্রদান সম্পন্ন করতে পারবে বলে আত্মবিশ্বাসী।
  • গত শুক্রবার ৫ মার্চ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনের প্রথম ডোজ অ্যাডিলেডে দেয়া শুরু হয়েছে, এটি আমদানি করা হয়েছে এবং ব্যাচের পরীক্ষা করা হয়েছে।

অস্ট্রেলিয়া ফেব্রুয়ারির শেষে ৬০,০০০ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলো।

ফেব্রুয়ারির পর তিন দিনে ৬১,০০০ ভ্যাকসিন দেওয়া হয়েছে তবে অস্ট্রেলিয়ার চিফ নার্সিং অ্যান্ড মিডঊইফরি অফিসার অ্যালিসন ম্যাকমিলান বলেছেন যে ভ্যাকসিন দেয়ার গতি বাড়তে চলেছে।

তিনি বলেন, "আমরা আরও বেশি ভ্যাকসিন পাচ্ছি এবং আমরা আরও বড় জনগোষ্ঠীর কাছে ভ্যাকসিন নিয়ে যেতে পারবোI"

গত শুক্রবার ৫ মার্চ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনের প্রথম ডোজ অ্যাডিলেডে দেয়া শুরু হয়েছে, এটি আমদানি করা হয়েছে এবং ব্যাচের পরীক্ষা করা হয়েছে।

প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন যে প্রাথমিক ডোজগুলি তখন মেলবোর্নের সিএসএলে ৫০ মিলিয়ন ডোজ পরিপূরক হিসেবে স্থানীয়ভাবে উৎপাদন করা হবে।

তিনি বলেন, "বিদেশ থেকে আসা অ্যাস্ট্রাজেনিকার এই প্রাথমিক ডোজগুলি থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা অনুমোদিত হয়েছে এবং ব্যাচ পরীক্ষা হয়েছে এবং ডোজ দেয়া শুরু হয়েছে ৫ মার্চ থেকে।"

এদিকে ভিক্টোরিয়ার রোলআউট ধীর গতিতে চলছে তবে প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেছেন গতি বাড়বে।

তিনি বলেন,"আপনারা দেখবেন আমাদের টিকা দেয়ার সংখ্যা বেড়ে যাবে, কাজটি সঠিকভাবে করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিস্টেমটি তৈরি হয়ে গেলে ভ্যাকসিন প্রদানের সংখ্যাও বেড়ে যাবে। "
ভিক্টোরিয়া এখনও বিদেশ ফিরত যাত্রীদের অনুমতি দিচ্ছে না এবং ড্যানিয়েল অ্যান্ড্রুজ জানান যে মেলবোর্নে আবার কখন ফ্লাইট নামার অনুমতি দেওয়া হবে তা তিনি বলতে পারছেন না।

তিনি বলেন, "আমরা আমাদের মেডিক্যাল বিশেষজ্ঞদের বলেছি যে আমাদের হোটেলগুলিতে ছোঁয়াচে ভ্যারিয়েন্টের ঝুঁকি কতটা উদ্বেগের সেই প্রোফাইল বিবেচনা করতে। কাজটি শেষ হলে এবং তারা যখন আমাকে সন্তুষ্ট করতে পারবে যে একদম নিম্ন পর্যায়ের সম্ভাব্য ঝুঁকির একটি সিস্টেম দাঁড় করানো সম্ভব হয়েছে, তখন আবারও ফ্লাইট শুরু হবেI"

এদিকে সাউথ অস্ট্রেলিয়ায় গত শুক্রবার শুরু হওয়া ভ্যাকসিন কর্মসূচি উপলক্ষে প্রিমিয়ার স্টিভেন মার্শাল বলেছেন, দিনটি অস্ট্রেলিয়ার ভ্যাকসিন রোলআউটের জন্য একটি ঐতিহাসিক হিসাবে চিহ্নিত হয়েছে ... অ্যাডিলেডের পূর্বে মারে ব্রিজের সম্মুখ সারির স্বাস্থ্যকর্মীরা দেশের প্রথম অ্যাস্ট্রাজেনিকা টিকা গ্রহণ করেছেন।

জেনারেল প্র্যাকটিশনাররাও মার্চের শেষের দিকে করোনাভাইরাস ভ্যাকসিন গ্রহণ শুরু করবে। উল্লেখ্য সাউথ অস্ট্রেলিয়ায় প্রথম অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন দেয়া হচ্ছে।

প্রিমিয়ার স্টিভেন মার্শাল বেশ আনন্দের সাথে বলেন, যে মহামারী মোকাবেলায় তার রাজ্যের ব্যবস্থা প্রথম দিন থেকেই এগিয়ে গেছে।

তিনি বলেন,"অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনের প্রথম টিকা প্রদান অস্ট্রেলিয়ার জন্য একটি ঐতিহাসিক দিন, আমরা জানি যে এটি আমাদের জাতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এবং আমরা দেশের মধ্যে সাউথ অস্ট্রেলিয়ায় প্রথম এটি শুরু করতে পেরে অত্যন্ত সন্তুষ্ট।"
ডাঃ ক্যারোলিন ফেগান রিভারল্যান্ড ম্যালি কুরং লোকাল হেলথ নেটওয়ার্কের মেডিকেল সার্ভিসেসের ডিরেক্টর এবং অ্যাস্ট্রাজেনিকা টিকা নেয়া দেশের প্রথম ব্যক্তি।

তিনি বলেন, তিনি টিকা কর্মসূচীর অংশ হতে পেরে খুশি।

"আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং আমি এটি সম্পর্কে সত্যিই আগ্রহী। আমি অনুভব করি যে ভ্যাকসিন গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই স্বাস্থ্য সুরক্ষা পাওয়া কেবল নিজের জন্য নয়, কেবল আমার কর্মীদের জন্য নয়, আমরা যাদের সেবা করি তাদের জন্যও, জনগণ এবং কমিউনিটির জন্য।"

ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্টও আজকের এই সংবাদকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেন, "এর মাধ্যমে টিকা কর্মসূচীটির পরবর্তী ধাপ শুরু হলো, এখন এটি প্রসারিত হচ্ছে।"

তিনি আরো বলেন, যে একটি নির্দিষ্ট দেশ থেকে আজ একটি নির্দিষ্ট চালানের খবর পাওয়া গেছে যার অনুমোদন দেওয়া হয়নি, এবং ইউরোপীয় কমিশন ইতালি থেকে এই পরামর্শ গ্রহণ করেছিল। তবে আমরা খুব ভালো করে জানি যে এটি টিকা কর্মসূচীর গতিকে প্রভাবিত করবে না। এই চালান না আসলে আমাদের রাজ্য এবং টেরিটোরিগুলোতে এর প্রভাব পর্বে না।"

কমপক্ষে ৫০ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন মেলবোর্নে উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার রাজ্য এবং টেরিটোরিগুলোর নেতারাও গতকাল জাতীয় মন্ত্রিসভা অস্ট্রেলিয়ার ভ্যাকসিন রোলআউট এবং জাতীয় করোনভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করেছেন।

স্বাস্থ্য বিভাগের সচিব অধ্যাপক ব্রেন্ডন মারফি বলেছেন, অস্ট্রেলিয়ায় তৈরি অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন প্রতি সপ্তাহে এক মিলিয়ন ডোজ করে সরবরাহ শুরু হবে ২২ মার্চ থেকে।

পুরো প্রতিবেদনটি বাংলায় শুনতে ওপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন

আরো দেখুনঃ



 


Share