'পারিবারিক নির্যাতন বন্ধে নিষ্ক্রিয় কমিউনিটি সংগঠনগুলো'

White Ribbon

Source: AAP Image/Lukas Coch

Get the SBS Audio app

Other ways to listen

পারিবারিক নির্যাতনের ব্যাপারে অভিবাসীরা খুব বেশী কথা বলতে চান না বলে জানিয়েছেন, হোয়াইট রিবন অস্ট্রেলিয়ার এ্যাডভোকেট আখতার জাহান রহমান। ২০১৪ সাল থেকে এ সংগঠনের হয়ে কাজ করছেন সাউথ অস্ট্রেলিয়া প্রবাসী মনোবিদ আখতার জাহান।


কাছের মানুষের দ্বারা নির্যাতিত হচ্ছেন অস্ট্রেলিয়ার প্রতি তিনজনের একজন মহিলা। তবে এ ব্যাপারে খুব বেশী মুখ খোলেন না অভিবাসী কমিউনিটি।

পারিবারিক নির্যাতন বা সহিংসতা বন্ধে সচেতনতা তৈরিতে আগামী ২৭-২৯ জুলাই অস্ট্রেলিয়াজুড়ে পালিত হবে 'হোয়াইট রিবন নাইট'।  

"আমার কাছে দু'জন প্রবাসী বাংলাদেশী সাহায্য চেয়েছিলেন। কিন্তু, বাংলাদেশ থেকে তাদের স্বজনরা নিষেধ করেন, যেন এ নিয়ে কথা না বলে," জানিয়েছেন আখতার জাহান।
White Ribbon
White Ribbon Supporter Logo. Source: AAP Image/Lukas Coch
"মেয়েদের প্রতি পুরুষদের নির্যাতন আশানুরূপ কমছে না। যদিও এ নিয়ে অনেক প্রচার হচ্ছে।"

আখতার বলেন, নির্যাতন বন্ধে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী পুরুষদের কাছ থেকে খুব বেশী সাঁড়া আমি পাই নাই।
White Ribbon
Akhter Jahan Rahman. Source: SBS Bangla
এসবিএস বাংলার সাথে আখতার জাহানের পুরো কথোপকথন শুনতে উপরের অডিও লিংকে ক্লিক করুন।

Share