অতি উচ্চমাত্রার ছোঁয়াচে ব্রিটিশ ভ্যারিয়েন্ট করোনাভাইরাস, অস্ট্রেলিয়ায় এখনো লুকিয়ে আছে বলে উদ্বেগ

Brisbane lockdown

The streets of Brisbane empty during the three-day lockdown. Source: SBS

Get the SBS Audio app

Other ways to listen

অস্ট্রেলিয়ান রাজ্যগুলি ক্রমবর্ধমান কোভিড -১৯ এর অতি সংক্রামক বিভিন্ন ধরণের সংক্রমণের ঘটনা রেকর্ড করছে। তবে কর্তৃপক্ষ বলছে যে তারা কোয়ারেন্টাইন বিধি সংশোধন করে প্রাদুর্ভাব রোধে কাজ করছে।


ইউনাইটেড কিংডম এবং দক্ষিণ আফ্রিকাতে প্রথমে চিহ্নিত হয় কোভিড ১৯ এর ভিন্ন রূপগুলি , একই ধরণ এখন নিউ সাউথ ওয়েলস, নর্দান টেরিটরি এবং কুইন্সল্যান্ডে রেকর্ড করা হয়েছে।  

যুক্তরাজ্যের করোনাভাইরাস ভ্যারিয়েন্ট এ নিশ্চিত সংক্রমনিতো এক মহিলা মেলবোর্ন থেকে ব্রিসবেনে ভ্রমণ করেছেন কন্টাক্ট ট্রেসিং এর মাধ্যমে তাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।  

ব্রিসবেন হোটেল কোয়ারান্টাইন কর্মীর  যুক্তরাজ্যের করোনাভাইরাস এর নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়ার পর,গ্রেটার ব্রিসবেনে জারি করা তিন দিনের লকডাউন আজ সোমবার, ১১ জানুয়ারী সন্ধ্যা ৬টায় শেষ হবে।     

কুইন্সল্যান্ডের চিফ হেলথ অফিস জিনেট ইয়ং বলেন, ওই মহিলার কাছ থেকে সংক্রমনিতো হওয়ার ঝুঁকি কম।   

ওই মহিলাকে ১০ ​​দিন পরে উপসর্গ না পাওয়ায়  মেলবোর্নে হোটেল কোয়ারান্টিন ছাড়ার অনুমতি দেয়া হয়েছিল।এরপরে সে ৫ জানুয়ারী জেট ষ্টার এর ফ্লাইট JQ570 এ ব্রিসবেনে যাত্রা করে রাত ১১টায় ব্রিসবেন পৌঁছায় ।  

ন্যাশনাল  ক্যাবিনেট শুক্রবার বিদেশী ভ্রমণকারীদের হোটেল কোয়ারেন্টাইন প্রোটোকল পরিবর্তন করতে সম্মত হয়েছে।  

ইউকে ভাইরাসের স্ট্রেনে যাদের টেস্টের ফলাফল পজিটিভ হয় তাদের এখন থেকে পুরো ১৪ দিনের জন্য হোটেল কোয়ারেন্টাইন সম্পন্ন করতে হবে , এমনকি লক্ষণমুক্ত এবং সংক্রমণ না থাকলেও।  

কুইন্সল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ইয়ভেট্ট ডি'আথ বলেন, সম্প্রদায়কে সুরক্ষিত রাখার সবচেয়ে ভাল উপায় হলো মাস্ক ব্যবহার করা।  

নর্দান টেরেটরি এবং নিউ সাউথ ওয়েলস হোটেল কোয়ারান্টিনে ইউ-কে ভ্যারিয়েন্ট সংক্রমণ রেকর্ড করেছে এবং এটি সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করার জন্য কাজ করছে।  

এন-টি-তে হাওয়ার্ড স্প্রিংস কোয়ারেন্টাইন ফ্যাসিলিটির  অস্ট্রেলিয়ান মেডিকেল এসিস্টেন্স টীম এর অ্যাবিগেল ট্রুইন।তিনি বলেন যে সম্প্রদায়গুলিতে ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে ব্যবস্থা নেওয়া হয়েছে।  

নিউ সাউথ ওয়েলসের হোটেল কোয়ারান্টিনে থাকা চারজনের একটি পরিবারে দক্ষিণ আফ্রিকার ভাইরাস এর নতুন ভ্যারিয়েন্ট রেকর্ড করা হয়েছে ।প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কেরি চ্যান্ট বলেন, শুক্রবার জাতীয় ক্যাবিনেট গৃহীত হোটেল কোয়ারানটিন প্রোটোকলটি রাজ্যে প্রয়োগ করা হবে।    

নর্দান বিচেস যে ১৪৯ টি সাম্প্রতিক প্রাদুর্ভাবের কেন্দ্রবিন্দু ছিল, এখন ওই এলাকা লকডাউন থেকে বেরিয়ে এসেছে  এবং বাকি রাজ্যের মতো একই বিধিনিষেধ পালন করবে।তবে অস্ট্রেলিয়া জুড়ে ভাইরাসের এর নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লেও, রাজ্যগুলোতে এক অঙ্কের সংক্রমণ রেকর্ড করা হয়েছে।অস্ট্রেলিয়ান সরকারের চিফ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অফিসার প্রফেসর অ্যালিসন ম্যাকমিলান বলেন, নতুন ভ্যারিয়েন্টগুলি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।  

বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে যে ভ্যাকসিনগুলি নতুন ভ্যারিয়েন্টগুলি বিরুদ্ধে কাজ করতে সক্ষম হবে না।তবে মিসেস ম্যাকমিলান বলেন যে নতুন ভ্যারিয়েন্টগুলির বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতার অভাবের কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। 

পুরো প্রতিবেদনটি বাংলায় শুনতে ওপরের অডিও প্লেয়ার লিংকে ক্লিক করুন  

আপনারভাষায় আরো হালনাগাদ তথ্য ও স্বাস্থ্য সহায়তার বিষয়ে জানতে sbs.com.au/coronavirus ভিজিট করুন।  

আরো দেখুনঃ 

Share