নারী ক্রিকেটে বাংলাদেশের আরও উন্নতির সুযোগ রয়েছে

ক্রিকেটার জান্নাতুল ফেরদৌস সুমনা বলেন, “বাংলাদেশে এখনও মেয়েদের ক্রিকেট খেলাকে হান্ড্রেড পার্সেন্ট পজেটিভলি নেওয়া হয় না।”

ক্রিকেটার জান্নাতুল ফেরদৌস সুমনা বলেন, “বাংলাদেশে এখনও মেয়েদের ক্রিকেট খেলাকে হান্ড্রেড পার্সেন্ট পজেটিভলি নেওয়া হয় না।” Source: Jannatul Ferdous Sumona

Get the SBS Audio app

Other ways to listen

সিডনির ব্যাংকসটাউন স্পোর্টস উইমেন্স ক্রিকেট ক্লাবের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশী নারী ক্রিকেটার জান্নাতুল ফেরদৌস সুমনা। এবারের লিগে ১২ ম্যাচে ২০ উইকেট নিয়ে সেরা বোলার তিনি। আর, ব্যাটিংয়েও দলের তৃতীয় সর্বোচ্চ ১৯৬ রান করেছেন।


বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপির)-এর মেধাবী নারী ক্রিকেটার জান্নাতুল ফেরদৌস সুমনা প্রথমবার বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পান ২০১৬ সালের আগস্টে আয়ারল্যান্ড সফরে। এর প্রায় দু’বছর পরে তার অভিষেক হয়, সাউথ আফ্রিকার বিপক্ষে ২০১৮ সালের মার্চে।

২০১৯ সাল থেকে সুমনা অস্ট্রেলিয়ায় আছেন। গত মৌসুমে সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন এবং নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার লিগের ওয়ানডে প্রতিযোগিতা জিতেছেন। এরপর, ২০২০-২১ মৌসুমে ব্যাংকসটাউন ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন।

বাংলাদেশে নারী ক্রিকেটের কী রকম সম্ভাবনা রয়েছে? সেখানে মেয়েরা সাধারণত কী রকম বাধার সম্মুখীন হয়ে থাকেন? এ রকম প্রশ্নের জবাবে এসবিএস বাংলাকে তিনি বলেন, “বাংলাদেশে এখনও মেয়েদের ক্রিকেট খেলাকে হান্ড্রেড পার্সেন্ট পজেটিভলি নেওয়া হয় না।” তবে, অবস্থা আগের চেয়ে ভাল বলে তিনি মনে করেন।

ক্রিকেট খেলোয়াড় হওয়ার সঙ্গে আর্থিক সঙ্গতি থাকার বিষয়টিও জড়িত বলে মন্তব্য করেন সুমনা। বাংলাদেশে নারী ক্রিকেটের ক্ষেত্রে এটিও একটি প্রতিবন্ধকতা, বলেন তিনি। তারপরও, বাংলাদেশে নারী ক্রিকেটর আরও উন্নতি হওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন এই অলরাউন্ডার।
সিডনির ব্যাংকসটাউন স্পোর্টস উইমেন্স ক্রিকেট ক্লাবের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশী নারী ক্রিকেটার জান্নাতুল ফেরদৌস সুমনা।
সিডনির ব্যাংকসটাউন স্পোর্টস উইমেন্স ক্রিকেট ক্লাবের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশী নারী ক্রিকেটার জান্নাতুল ফেরদৌস সুমনা। Source: Jannatul Ferdous Sumona
জান্নাতুল ফেরদৌস সুমনার সাক্ষাৎরটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share