Bangla: The Uluru Statement from the Heart

Uluru Statement from the Heart

Source: Jimmy Widders Hunt

২০১৭ সালের মে মাসে উলুরুর নিকটবর্তী ফার্স্ট নেশনস ন্যাশনাল কন্সটিটিউশনাল কনভেনশন-এ অ্যাবোরিজিনাল ও টরে স্ট্রেইট আইল্যান্ডার প্রতিনিধিরা একত্রিত হন এবং উলুরু স্টেটমেন্ট ফ্রম দ্য হার্ট (অন্তর থেকে উলুরু বিবৃতি) অস্ট্রেলিয়ার জনগণকে প্রদান করেন। এই বিবৃতিটিতে আহ্বান জানানো হয় আদিবাসীদের কণ্ঠস্বর সংসদে ও সংবিধানে সন্নিবেশিত করতে এবং একটি ঐকমত্য (চুক্তি) সম্পাদনের প্রক্রিয়া ও সত্যি কথা তুলে ধরতে। অস্ট্রেলিয়া জুড়ে ফার্স্ট নেশনস কমিউনিটিগুলোর সঙ্গে ১৩টি রিজিওনাল ডায়ালগের (আঞ্চলিক পরামর্শমূলক সংলাপ) পর এটি সম্পাদিত হয়। অস্ট্রেলিয়ার স্থানীয় আদিবাসী জনগণ এবং অস্ট্রেলিয়া জাতির মাঝে সত্যতা, ন্যায়পরায়ণতা এবং আত্ম-সংকল্পের ভিত্তিতে সম্পর্ক প্রতিষ্ঠা করা এই স্টেটমেন্টটির উদ্দেশ্য। সঙ্গীত: ফ্রাঙ্ক ইয়ামা। ফটো: জিমি উইডার্স হান্ট।


আমরা ২০১৭ ন্যাশনাল কন্সটিটিউশনাল কনভেনশনে সমবেত হয়েছি। সাউদার্ন স্কাইয়ের সকল স্থান থেকে আমরা এসেছি। আমরা অন্তর থেকে এই বিবৃতি দিচ্ছি:

আমাদের অ্যাবোরিজিনাল এবং টরেস স্ট্রেইট আইল্যান্ডার গোত্রগুলো অস্ট্রেলিয়ান মহাদেশ এবং এর পার্শ্ববর্তী দ্বীপগুলোতে প্রথম সার্বভৌম জাতিসমূহ ছিলাম। আর, আমাদের নিজেদের বিভিন্ন আইন ও প্রথার অধীনে আমরা এর অধিকারী ছিলাম। আমাদের সাংস্কৃতিক হিসেব অনুসারে সৃষ্টির পর থেকে, সাধারণ আইন অনুসারে ‘আবহমানকাল’ থেকে এবং বিজ্ঞান অনুসারে ৬০,০০০ বছরেরও আগে এটি আমাদের পূর্বপুরুষেরা করেছেন।

এই সার্বভৌমত্ব একটি আধ্যাত্মিক ধারণা। এই ভূমির সাথে, কিংবা ‘প্রকৃতি মাতা’র সাথে এবং স্থানীয় আদিবাসীদের মাঝে এটি একটি পুরুষানুক্রমিক বন্ধন। স্থানীয় এই আদিবাসীরা এখানে জন্মগ্রহণ করেছে, তারা এই স্থানের সঙ্গেই সংযুক্ত এবং একদিন অবশ্যই এখানে আমাদের পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হবে। এই মাটির মালিকানা-স্বত্ত্বের কিংবা আরও ভালভাবে বললে সার্বভৌমত্বের ভিত্তি হচ্ছে এই যোগসূত্র। এটি কখনই ছেড়ে দেওয়া হয় নি, কিংবা এর অবসান ঘটে নি এবং এটি কখনই রাজশক্তির সার্বভৌমত্বের সঙ্গে পাশাপাশি বজায় থাকে নি।

এর অন্যথা হওয়া কীভাবে সম্ভব? ঐ লোকেরা একটি ভূমির অধিকারী হয়ে আছে ৬০ হাজার বছর ধরে আর এই পবিত্র বন্ধন বিশ্বের ইতিহাস থেকে মাত্র গত দুই শ’ বছরে মুছে গেল?

প্রকৃত সাংবিধানিক পরিবর্তন এবং কাঠামোগত সংস্কারসাধন সম্পর্কে আমরা বিশ্বাস করি এই সুপ্রাচীন সার্বভৌমত্ব অস্ট্রেলিয়ার জাতিত্বের মতোই পরিপূর্ণভাবে ঔজ্জ্বল্য প্রদর্শন করতে পারে।

আনুপাতিকভাবে, এই গ্রহে সবচেয়ে বেশি কারারুদ্ধ জনগোষ্ঠী আমরাই। আমরা স্বভাবত অপরাধী জনগোষ্ঠী নই। আমাদের সন্তানদেরকে তাদের পরিবার থেকে নজিরবিহীন হারে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এটা এ জন্য নয় যে, তাদের প্রতি আমাদের কোনো ভালবাসা নেই। আর, আমাদের তরুণরা ডিটেনশন সেন্টারে নির্জিব হচ্ছে কদর্য সংখ্যায়। তারা  আমাদের ভবিষ্যত আশা হওয়া উচিত।

আমাদের সঙ্কটের এই মাত্রা পরিষ্কারভাবে আমাদের সমস্যার কাঠামোগত প্রকৃতি প্রকাশ করছে। এটি আমাদের ক্ষমতাহীনতার নিদারুণ যন্ত্রণা।

আমাদের জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য এবং আমাদের নিজেদের দেশে ন্যায়সঙ্গত স্থান লাভের জন্য আমরা সাংবিধানিক সংস্কার চাই। আমাদের নিয়তির উপর যখন আমাদের ক্ষমতা হবে, তখন আমাদের সন্তানরা বিকশিত হবে। তারা দুই জগতে পদচারণা করবে এবং তাদের সংস্কৃতি তাদের দেশের জন্য উপহার স্বরূপ হবে।

আমরা আহ্বান জানাই, সংবিধানে স্থানীয় আদিবাসীদের কণ্ঠস্বর অন্তর্ভুক্ত করার জন্য।

আমাদের এজেন্ডার শীর্ষবিন্দু হলো ম্যাকারটা: একটি সংগ্রামের পর একসঙ্গে আসা। অস্ট্রেলিয়ার জনগণের সঙ্গে একটি ন্যায্য এবং সত্যতাপূর্ণ সম্পর্কের জন্য এবং আমাদের সন্তানদের ন্যায়বিচার ও আত্ম-সঙ্কল্প-ভিত্তিক উৎকৃষ্টতর ভবিষ্যতের জন্য আমাদের আকাঙ্ক্ষা তুলে ধরে এটি।

আমরা একটি ম্যাকারটা কমিশন চাই সরকার ও স্থানীয় আদিবাসীদের মাঝে চুক্তি সম্পাদনের বিষয়টি দেখভাল করার জন্য এবং আমাদের ইতিহাস নিয়ে সত্যি কথা তুলে ধরার জন্য।

১৯৬৭ সালে আমাদেরকে গণ্য করা হয়েছিল, ২০১৭ সালে আমরা চাই আমাদের কথা শোনা হোক। আমরা প্রাথমিক ঘাঁটি ছেড়েছি এবং এই দেশ জুড়ে আমাদের সুদীর্ঘ দুর্গম পথে হাঁটা শুরু করেছি। আমরা আপনাকে আমন্ত্রণ জানাই, একটি  উৎকৃষ্টতর ভবিষ্যতের জন্য অস্ট্রেলিয়ার লোকদের এই আন্দোলনে আমাদের সঙ্গে চলার জন্য।

 

আরও তথ্যের জন্য উলুরু স্টেটমেন্ট ফ্রম দ্য হার্ট এর অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন: কিংবা ইমেইল করুন UNSW এর ইনডিজেনাস ল সেন্টারে, ঠিকানায়।  

(নর্দার্ন টেরিটোরি এবং নর্দার্ন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কমিউনিটিগুলো থেকে) ২০ টিরও বেশি অ্যাবোরিজিনাল ভাষায় আধেয় রয়েছে। আরও বেশি সংখ্যক আদিবাসী ভাষায় অনুবাদ হওয়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বাড়তেই থাকবে। এই সংগ্রহটিতে আরও রয়েছে অস্ট্রেলিয়ার ভাষা ও সাংস্কৃতিক দিক থেকে বৈচিত্রপূর্ণ সম্প্রদায়গুলোর জন্য ৬০টিরও বেশি ভাষায় আধেয়। 


Share