বঙ্গবন্ধু স্যাটেলাইট-১: “নিশ্চিত হবে জাতীয় নিরাপত্তা”

Bangabandhu Satellite-1

Bangabandhu satellite set for Friday launch. Source: Twitter/@kateperez

Get the SBS Audio app

Other ways to listen

“বঙ্গবন্ধু স্যাটেলাইট অর্থনৈতিক ক্ষেত্রে সফলতার প্রতীক। এখন থেকে আমার দেশের টাকা দেশেই থাকবে। সাথে নিশ্চিত হবে জাতীয় নিরাপত্তা," এসবিএস বাংলার সাথে কথোপকথনে এমনটাই জানালেন বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। কথোপকথন শুনতে ওপরের অডিও লিংকে ক্লিক করুন।


আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ১২ মিনিট থেকে ৪টা ২২ মিনিটের মধ্যে যেকোনো সময় উৎক্ষেপণ করা হতে পারে । যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে। উৎক্ষেপণ সফল হলে বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হবে বাংলাদেশ।

এই মুহূর্তে জাপানে অবস্থান করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটা এখন আমাদের জাতীয় সম্পদ। এটি কোন লোকসান প্রকল্প নয়। স্যাটেলাইটের ব্যয় তুলে আনব।”
Bangabandhu Satellite-1
Post, Telecommunications and Information Technology Minister Mustafa Jabbar. Source: Facebook
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নিয়ে পরিকল্পনা আছে বলেও জানান, তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

Share