অস্থায়ী ভিসাধারীরাও বিনামূল্যে কোভিড ১৯ ভ্যাকসিন পাবে, আরো অতিরিক্ত ডোজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া সরকার

Australian Prime Minister Scott Morrison holds up a COVID19 vaccination leaflet as speaks to the media during a press conference at Parliament House in Canberra, Thursday, February 4, 2021. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING

Australian Prime Minister Scott Morrison holds up a COVID19 vaccination leaflet as speaks to the media during a press conference at Parliament House in Canberra Source: AAP

Get the SBS Audio app

Other ways to listen

অস্ট্রেলিয়া স্থায়ী-অস্থায়ী সমস্ত ভিসাধারীদের টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সরকার বলেছে তারা ফাইজার ভ্যাকসিনের অতিরিক্ত ১০ মিলিয়ন ডোজ নিশ্চিত করেছে। এখনও পর্যন্ত সরকার বিভিন্ন কোম্পানীর সাথে ভ্যাকসিনের ১৫০ মিলিয়ন ডোজ কেনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।


অস্ট্রেলিয়ার ভ্যাকসিন রোল আউট এ মাসের শেষে ফাইজার ভ্যাকসিন দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে, তারপরে মার্চ মাসে অ্যাস্ট্রাজেনেকা এবং এরপর নোভাভ্যাক্স দিয়ে শুরু হবে।

সরকারের অক্টোবরের মধ্যে পুরো জনসংখ্যার জন্য ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে রয়েছে এবং স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেছেন যে এর মধ্যে সমস্ত ভিসাধারীরা অন্তর্ভুক্ত রয়েছে।

অস্ট্রেলিয়ার ভ্যাকসিন রোল আউট এ মাসের শেষে ফাইজার ভ্যাকসিন দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে, তারপরে মার্চ মাসে অ্যাস্ট্রাজেনেকা এবং এরপর নোভাভ্যাক্স দিয়ে শুরু হবে।

সরকারের অক্টোবরের মধ্যে পুরো জনসংখ্যার জন্য ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে রয়েছে এবং স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেছেন যে এর মধ্যে সমস্ত ভিসাধারীরা অন্তর্ভুক্ত রয়েছে।

মিঃ হান্ট বলেছেন যে সফলভাবে ভ্যাকসিন গ্রহণ কর্মসূচির একটি চাবিকাঠি হল অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক ও ভাষিকভাবে বিভিন্ন সম্প্রদায়ের সাথে যোগাযোগ।

এদিকে একজন হোটেল কোয়ারেন্টিন কর্মী সংক্রামিত হওয়ার পরে টেস্টিংয়ের অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য ভিক্টোরিয়ায় আরও বেশ কিছু সাইট স্থাপন করা হয়েছে।

এই সংক্রমণের কারণে সমস্ত পাবলিক ভবনের ইনডোরে মাস্ক পরতে হবে এবং পারিবারিক সমাবেশে নতুন করে সর্বোচ্চ ১৫ জনের সংখ্যা নির্দিষ্ট করে দেয়া হয়েছে।

প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেছেন, সংক্রমিত লোকটির ঘনিষ্ঠজনদের টেস্ট নেগেটিভ এসেছে।

টেনিস অস্ট্রেলিয়া জানিয়েছে যে মেলবোর্নের গ্র্যান্ড হায়াট হোটেল কর্মীর পজেটিভ কেইস সত্ত্বেও অস্ট্রেলিয়ান ওপেন নির্ধারিত সময় অনুসারে শুরু হবে বলে তিনি আত্মবিশ্বাসী।

৫২০ জন খেলোয়াড় এবং সহায়তা কর্মী যারা হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন তাদের আলাদা থাকতে এবং টেস্ট করতে হয়েছিল।
এটি প্রস্তুতি ম্যাচগুলি স্থগিত করতে বাধ্য করেছিল।

তবে টেনিস অস্ট্রেলিয়ার বস ক্রেগ টিলি বলেছেন যে খেলোয়াড়দের প্রত্যাশা অনুযায়ী টেস্টে নেগেটিভ ফল আসবে, এবং আগামী সপ্তাহের গ্র্যান্ড স্ল্যাম পরিকল্পনা অনুসারে এগিয়ে যেতে থাকবে।

মেলবোর্নে কোভিড ১৯ ছড়িয়ে পড়তে পারে এই সম্ভাবনায় অন্যান্য কয়েকটি রাজ্য ভিক্টোরিয়া থেকে যাওয়া লোকদের উপর রেস্ট্রিকশন আরোপ করেছে বা বজায় রেখেছে।

সাউথ অস্ট্রেলিয়ার প্রিমিয়ার স্টিভেন মার্শাল বলেছেন, ভিক্টোরিয়া থেকে আগতদের জন্য একাধিক কোভিড ১৯ পরীক্ষার প্রয়োজন হবে।

কোনও নতুন শনাক্ত ছাড়াই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া আর একটি দিন অতিবাহিত করেছে এবং প্রিমিয়ার মার্ক ম্যাকগাওয়ান বলেছেন যে ইতিবাচক ধারা অব্যাহত থাকলে শুক্রবার রাতেই বর্তমান লকডাউন উঠিয়ে নেওয়া হবে।

মিঃ ম্যাকগাওয়ান বলেছেন, ভিক্টোরিয়া থেকে আগতদের উপর রেস্ট্রিকশন শিথিল করার যে পরিকল্পনা ছিল তা স্থগিত করা হয়েছে।

কুইন্সল্যান্ডের ডেপুটি প্রিমিয়ার স্টিভেন মাইলস বলেছেন যে সাম্প্রতিক সপ্তাহগুলিতে তিনটি রাজ্যে হোটেল কোয়ারেন্টিন থেকে ভাইরাস থেকে বেরিয়ে পড়ায় ভাইরাস নিয়ন্ত্রণ নিয়ে ফেডারেল সরকারকে বৃহত্তর ভূমিকা পালন করতে হবে।

পুরো প্রতিবেদনটি বাংলায় শুনতে ওপরের অডিও লিঙ্কে ক্লিক করুন। 

আপনার ভাষায় COVID-19 মহামারী বিষয়ে স্বাস্থ্যতথ্য এবং সহায়তা কি আছে তা জানতে ভিজিট করুন

আরো দেখুনঃ




Share