অস্ট্রেলিয়ায় আসছে স্কিলড এমপ্লয়ার স্পন্সরড সাবক্লাস ৪৯৪ ভিসা

Visa

Source: Getty Images

Get the SBS Audio app

Other ways to listen

আগামী ১৬ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ায় চালু হচ্ছে স্কিলড এমপ্লয়ার স্পন্সরড রিজিওনাল (প্রভিশনাল) (সাবক্লাস ৪৯৪) ভিসা। বিদ্যমান সাবক্লাস ১৮৭ ভিসাকে এটি পুনঃস্থাপিত করবে। এই নতুন ভিসায় প্রতিবছর ৯ হাজার আবেদন মঞ্জুর করবে অস্ট্রেলিয়া। এ নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট কাউসার খান।


অস্ট্রেলিয়ায় আগামী ১৬ নভেম্বর থেকে চালু হতে যাওয়া স্কিলড এমপ্লয়ার স্পন্সরড রিজিওনাল (প্রভিশনাল) (সাবক্লাস ৪৯৪) ভিসা সম্পর্কে সিডনির রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্ট কাউসার খান বলেন, অস্ট্রেলিয়ার সচল ও অনুমোদিত কোনো ব্যবসা-প্রতিষ্ঠান কর্তৃক মনোনীত হলে এ ভিসা পাওয়া যাবে।

তিনি আরও বলেন, এই ভিসাটি আঞ্চলিক বা রাজ্যভিত্তিক ভিসা। এটি বড় মহানগর সিডনি, মেলবোর্ন, পার্থ, ব্রিসবেন ও গোল্ডকোস্ট ছাড়া অস্ট্রেলিয়ার যে-কোনো স্থানের জন্য প্রযোজ্য।

স্কিলড এমপ্লয়ার স্পন্সরড সাবক্লাস ৪৯৪ ভিসায় প্রায় ৬৭৩টি মনোনীতি পেশা থাকবে।

এই ভিসার মেয়াদ হবে পাঁচ বছর। এরপর ২০২২ সালে চালু হতে যাওয়া সাবক্লাস ১৯১ স্থায়ী ভিসার জন্য আবেদন করার সুযোগ থাকবে।

কাউসার খানের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .















Share