২০২০ সালের মধ্যে ২ মিলিয়ন বিড়াল নিধন করবে অস্ট্রেলিয়া সরকার

Stray cats

Like most cats, their personalities vary as much as their coat colours. Some are friendly, others are wary and hesitant. Source: Supplied

Get the SBS Audio app

Other ways to listen

প্রচুর সংখ্যক পাখি হত্যা করার অভিযোগে ২ মিলিয়ন বিড়াল নিধন করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। ২০২০ সালের মাঝেই এ কাজ সম্পাদন করা হবে।


পোষ্য প্রাণী হিসেবে অনেকেই বিড়াল ভালবাসেন। অস্ট্রেলিয়া সরকার বিড়াল নিধনের যে সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে তারা কী ভাবছেন?

এসবিএস বাংলা এ নিয়ে কথা বলেছে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন বিড়াল-প্রেমীর সঙ্গে।
Saira Mirza
Saira Mirza Source: Supplied
ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির আর্লি চাইল্ডহুড এডুকেটর সায়রা মির্জা বলেন,

“আমার নিজের চারটা (বিড়াল) আছে। আমি একটা খুব বড় ‘ক্যাট লাভার’। ওরা আমার সন্তানের মতো।” 

বিড়াল-প্রেমী হোসেন আরজুর বাড়িতে ছোট একটি চিড়িয়াখানার মতো রয়েছে। তিনি অনেক পাখি পোষেণ। তিনি বলেন,

“সরকারের এই (বিড়াল নিধনের) সিদ্ধান্তটিকে আমি স্বাগত জানাতে পারছি না।”

তিনি আরও বলেন,

“খাবারের সঙ্গে বিষ মিশিয়ে বিড়াল নিধন না করে সরকার যদি খাবারের সঙ্গে বিড়ালের জন্ম-নিয়ন্ত্রণের ওষুধ মিশ্রিত করে দেয় সেটাও কাজ করবে।”
Sabrina Hossain
Sabrina Hossain Source: Supplied
বিড়াল-প্রেমী সাবরিনা হোসেন বলেন,

“আমি জানি না অস্ট্রেলিয়ান গভার্নমেন্ট কেন শুধু বিড়ালকে টার্গেট করছে। এভাবে চলতে থাকলে ‘ক্যাট পপুলেশন’ বিলুপ্ত হয়ে যাবে।”

বিড়ালের সংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য আরও অনেক উপায় রয়েছে বলে মনে করেন তিনি।

প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন। 

Follow SBS Bangla on .







Share