যুক্তরাষ্ট্রের ভিসার জন্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যও দিতে হবে

মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চান? ভিসার জন্য এখন বিগত পাঁচ বছরের সামাজিক-যোগাযোগ-মাধ্যম ব্যবহারের তথ্য দিতে হবে।

People applying for a US visa will now have to hand over five-year's worth of social media information under new regulations.

People applying for a US visa will now have to hand over five-year's worth of social media information under new regulations. Source: Press Association

সিকিউরিটি স্ক্রিনিং বা নিরাপত্তা-যাচাইয়ের জন্য ভিসা আবেদনকারীর বিগত পাঁচ বছরের সামাজিক-যোগাযোগ-মাধ্যম ব্যবহারের তথ্য চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দি ইউএস স্টেট ডিপার্টমেন্ট বলছে, এই নিয়ম ঘোষণা করা হয়েছে ২০১৮ সালে।

নতুন এই নিয়ম অনুসারে, ভিসা-আবেদনকারী যদি ফেসবুক, রেডিট, ইউটিউব, টাম্বলার, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি সামাজিক-যোগাযোগ-মাধ্যম বিগত পাঁচ বছরের মধ্যে ব্যবহার করে থাকেন, তাহলে এগুলোর ইউজার নেম/হ্যান্ডেল উল্লেখ করতে হবে। একই প্লাটফরমে একাধিক অ্যাকাউন্ট থাকলে সেগুলোও উল্লেখ করতে হবে। পাসওয়ার্ড প্রদানের প্রয়োজন নেই বলা হয়েছে।
The new visa application form.
The new visa application form. Source: Greg Siskind
স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন, এর ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তাবিধান করা যাবে।

প্রতিবছর যুক্তরাষ্ট্রের ভিসার জন্য প্রায় ১৫ মিলিয়ন ব্যক্তি আবেদন করে থাকেন। সুনির্দিষ্ট কয়েকটি ভিসা ছাড়া, যেমন কূটনৈতিক ভিসা, বাকি সব ভিসার জন্যই এসব তথ্য দিতে হবে।

গত বছর মার্চে এ বিষয়ে প্রথম ঘোষণা করা হয়। এর আগে সবার কাছে নয়, ব্যক্তিভেদে এসব তথ্য চাওয়া হতো। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন এই পরিকল্পনাকে অকার্যকর ও গভীর সমস্যাপূর্ণ বলে অভিহিত করেছে।
The new regulations are expected to affect close to 15 million people each year.
The new regulations are expected to affect close to 15 million people each year. Source: Press Association
এ সম্পর্কে ইংরেজিতে আরও পড়ুন এই 

Follow SBS Bangla on .


Share
Published 4 June 2019 4:44pm
By Maani Truu
Presented by Sikder Taher Ahmad

Share this with family and friends