ভিক্টোরিয়ায় করোনাভাইরাসে নতুন শনাক্ত ২৮৮ জন, সবাইকে মাস্ক ব্যবহারের জন্য প্রিমিয়ার এন্ড্রুজের আহবান

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে করোনাভাইরাসে আজ শুক্রবার নতুন করে ২৮৮ জন আক্রান্ত হয়েছেন, এই সংখ্যা প্রাদুর্ভাবের পর থেকে এখনো পর্যন্ত দৈনিক বৃদ্ধির হিসেবে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ।

Aug 27: Victoria has recorded the lowest daily new cases since July 6

Source: AAP Image/Scott Barbour

প্রিমিয়ার ড্যানিয়েল এন্ড্রুজ শুক্রবার সাংবাদিকদের নতুন ২৮৮ জনের করনাভাইরাসের আক্রান্তের এই তথ্য জানিয়ে বলেন, ভিক্টোরিয়া এখনো এই সংকটের সবচেয়ে খারাপ পরিস্থিতিটি দেখেনি। 

তিনি সাংবাদিকদের বলেন, "পরিস্থিতি ভালো হওয়ার আগে অবস্থা সবসময়েই খারাপ হয়। মূল বিষয়টি হচ্ছে এই সংখ্যাটি যে বাড়বে তা আমাদের মেনে নিতে হবে, বাড়তে বাড়তে এটা উপরে উঠবে এবং একটা পর্যায়ে তা স্থিতিশীল হবে এবং নেমে আসবে।" 

মিঃ এন্ড্রুজ মেলবোর্নবাসীদের প্রতি আহবান জানিয়ে বলেন, "আপনাদের যদি বাইরে যেতে হয়, তবে মাস্ক পড়ুন।”
Victorian Premier Daniel Andrews speak to media in Melbourne.
Victorian Premier Daniel Andrews speaks to the media. Source: AAP
মেলবোর্নের আটটি পাবলিক হাউজিং টাওয়ারের লকডাউন শিথিল, নর্থ মেলবোর্নের একটি টাওয়ারে এখনো বিধি-নিষেধ বহাল 

এদিকে গত শনিবার থেকে মেলবোর্নের নয়টি পাবলিক হাউজিং টাওয়ার কঠোর লকডাউনের আওতায় এসেছিলো, এগুলোর মধ্যে আটটি টাওয়ারে লকডাউন শিথিল করা হয়েছে। তবে, নর্থ মেলবোর্নের আলফ্রেড স্ট্রিট টাওয়ারের রেস্ট্রিকশন এখনো বহাল আছে, সেখানে করোনাভাইরাসে আক্রান্ত ৫৩ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। 

ওই টাওয়ারের বাসিন্দাদের আরো নয়দিনের মতো ফ্ল্যাটের ভেতরে অবস্থান করতে হবে।  তবে তারা পরিদর্শকদের আওতায় থেকে বাইরে ব্যায়াম করতে পারবেন। 

ভিক্টোরিয়ার চিফ হেলথ অফিসার ব্রেট সুটোন বলেন, "আমাদের অবশ্যই মানতে হবে যে, ওই বিশেষ টাওয়ারটির বাসিন্দাদের মধ্যে অন্তত ২০ থেকে ২৫ ভাগ ব্যক্তি  করোনাভাইরাসের সংক্রমনের ঝুঁকিতে আছেন। "

কর্তৃপক্ষ জানিয়েছে, পাবলিক হাউজিংয়ের ওই নয়টি টাওয়ারে অন্তত ২,৫১৫ টি কোভিড ১৯ টেস্ট সম্পন্ন হয়েছে।
Prime Minister Scott Morrison at a press conference at Parliament House in Canberra.
Prime Minister Scott Morrison Source: AAP
আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে প্রধানমন্ত্রী স্কট মরিসনের ঘোষণা, তদন্ত হবে হোটেল কোয়ারেন্টাইন সিস্টেমের 

অস্ট্রেলিয়া আন্তর্জাতিক ফ্লাইটের অবতরণের সংখ্যা অর্ধেক করে দেবে এবং মেলবোর্নের করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে হেটেল কোয়ারেন্টাইন সিস্টেমের তদন্ত করবে।  

আজ শুক্রবার ন্যাশনাল কেবিনেট মিটিংয়ের পর প্রধানমন্ত্রী স্কট মরিসন এই ঘোষণা দেন।  আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ কমিয়ে দেয়ার ফলে প্রতি সপ্তাহে অস্ট্রেলিয়ায় ৪০০০-এর মতো লোক প্রবেশ করবে যা কার্যকর হবে আগামী সোমবার থেকে।  

মিঃ মরিসন ক্যানবেরায় সাংবাদিকদের বলেন, অস্ট্রেলিয়ায় ফিরতে ভ্রমণকারীদের সংখ্যা কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে কারণ, টেস্টিং এবং শনাক্তের জন্য যে উপকরণ এবং লোকবল প্রয়োজন তার সরবরাহ যেন পর্যাপ্ত থাকে সে বিষয়টা আমরা নিশ্চিত করতে চাই।

আরও পড়ুনঃ 

Share
Published 10 July 2020 4:04pm
Presented by Shahan Alam
Source: SBS News

Share this with family and friends