স্বাস্থ্যকর্মীদেরকে উদ্দেশ্যমূলকভাবে করোনা-সংক্রমিত করা হলে কারাদণ্ড দেওয়া হবে

অস্ট্রেলিয়ার স্বাস্থ্যকর্মীদেরকে যারা উদ্দেশ্যমূলকভাবে করোনাভাইরাসে সংক্রমিত করার চেষ্টা করবে, তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে বলে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট।

Minister for Health Greg Hunt.

Minister for Health Greg Hunt. Source: AAP

অস্ট্রেলিয়ার হেলথকেয়ার ওয়ার্কারদেরকে যারা উদ্দেশ্যমূলকভাবে করোনাভাইরাসে সংক্রমিত করার চেষ্টা করবে, তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে বলে সতর্ক করেছে ফেডারাল সরকার।

বুধবার এক প্রেস কনফারেন্সে হেলথকেয়ার ওয়ার্কারদের সঙ্গে দুর্ব্যবহার করা নিয়ে একটি রিপোর্ট সম্পর্কে এক হাত নেন হেলথ মিনিস্টার গ্রেগ হান্ট। তিনি বলেন, যারা স্বাস্থ্যকর্মীদের মাঝে করোনাভাইরাস ছড়ানোর চেষ্টা করবে তাদেরকে কঠোর সাজা প্রদান করা হবে, এমন কি যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হবে।

অ্যাটর্নি-জেনারেলের ডিপার্টমেন্টের আইনী পরামর্শ পাঠ করার সময়ে মিস্টার হান্ট বলেন, উদ্দেশ্যমূলকভাবে কোভিড-১৯ ছড়ানো প্রতিটি স্টেট এবং টেরিটোরিতে প্রচলিত ফৌজদারী আইন অনুসারে একটি অপরাধ।

তিনি বলেন,

“যদি কারও কর্মকাণ্ডের ফল-স্বরূপ কোনো স্বাস্থ্যকর্মীর মৃত্যু ঘটে, আর সেটা যদি উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হয়ে থাকে, তাহলে এ রকম গুরুতর অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে।”

“অধিকন্তু, যদি কেউ অপর কোনো ব্যক্তিকে শঙ্কিত করে যে, তাকে ভাইরাস দ্বারা সংক্রমিত করবে, যেমন, তার উপরে কাশি দেওয়ার মাধ্যমে, সে ক্ষেত্রে ঐসব স্টেট এবং টেরিটোরির ফৌজদারী আইনগুলোতে এটাকেও অপরাধ বলে গণ্য করা হয়েছে।”
তিনি বলেন,

“আমরা তাদেরকে নির্ধারিত সীমার মাঝে দমন করবো।”
alc-covid-gatherings-bangla
Source: SBS
অস্ট্রেলিয়ানদেরকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে এবং পরিবারের সদস্য ছাড়া অন্যদের সঙ্গে হলে দু’জনের বেশি একত্রিত হওয়া যাবে না।

আপনি যদি মনে করেন যে, আপনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাহলে আপনার ডাক্তারকে কল করুন। ডাক্তারের কাছে যাবেন না। আপনি ন্যাশনাল করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইনেও কল করতে পারেন এই নম্বরে: 1800 020 080

আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।

আপনার ভাষায় কোভিড-১৯ এর সর্বশেষ আপডেট জানাতে এসবিএস প্রতিশ্রুতিবদ্ধ। ৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পাবেন। ভিজিট করুন: .

বাংলায় করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক আমাদের সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন:

alc-covid-easter-passover-bangla
Source: SBS
Follow SBS Bangla on .










Share
Published 9 April 2020 5:44pm
By Tom Stayner
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends