Feature

পাবলিক স্কুলগুলোর জন্য ৬ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে এনএসডাব্লিউ

আসছে বাজেটে ৬ বিলিয়ন ডলার বরাদ্দ পাচ্ছে নিউ সাউথ ওয়েলস রাজ্যের স্কুলগুলো। আগামী চার বছরে নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা, শিক্ষাগত সুযোগসুবিধা বাড়ানো ও শ্রেণীকক্ষ নির্মানে এই টাকা ব্যয় করা হবে।

NSW Government

Source: NSW Government

প্রতিবছর এনএসডাব্লিউ রাজ্যে বাড়ছে ছাত্র সংখ্যা। যা কিনা ২০৩১ সালের মধ্যে ১৬৪,০০০ গিয়ে ঠেকবে বলে ধারণা করা হচ্ছে। এ লক্ষ্যে আরো ১৭০টি স্কুল প্রতিষ্ঠা এবং বর্তমান স্কুলগুলোর ধারণক্ষমতা বাড়ানোসহ আধুনিকায়নে গুরুত্ব দিচ্ছে সরকার।

রেনউইক বালক এবং বালিকা উচ্চ বিদ্যালয়, বিরঙ বালক এবং বালিকা উচ্চ বিদ্যালয় ও বালিনা উচ্চ বিদ্যালয়গুলো উন্নতকরণের পাশাপাশি চালু হচ্ছে নতুন এডমন্সন পার্ক উচ্চ বিদ্যালয়। 

অন্য আরেকটি প্রকল্পের অধীনে উন্নতকরণ করা হচ্ছে পাঞ্চবউল পাবলিক স্কুল, আর্মিডেল সেকেন্ডারি কলেজ, দাপ্ত পাবলিক স্কুল এবং কিংসক্লিফের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোকে।

বছরব্যাপী, ৪০টি নতুন এবং স্কুল উন্নতকরণের প্রকল্পে কাজ শুরু হবে। আরও ২০টি নতুন এবং উন্নতকরণের তালিকায় স্থান পাওয়া স্কুলগুলোর পরিকল্পনা শুরু হবে শিগগিরি।


এই মুহুর্তে, রাজ্যজুড়ে ১১০টি প্রধান স্কুলের অবকাঠামোগত প্রকল্পের কাজ চলছে।

এসবিএস বাংলা পেইজ।

রাজ্যের শিক্ষামন্ত্রী রব স্টকস বলেছেন, "আমাদের অনেক কিছু করা আছে। তবে এইমুহূর্তে এনএসডাব্লিউ শিক্ষার্থীদেরকে প্রথম- সারির শিক্ষা সুবিধা দেয়াকেই প্রাধান্য দিচ্ছি।"

এছাড়াও শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র কেনা বাবদ ১০০০ ডলার বরাদ্দ পাচ্ছে স্কুলগুলো।

Share
Published 25 June 2018 1:49pm
Updated 25 June 2018 4:20pm
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: NSW Government, Fairfax Media


Share this with family and friends