প্রত্যাশা পূরণ করতে পারলেন না বাংলাদেশি প্রমীলা ক্রিকেটারটা

আজ শনিবার মেলবোর্নে ছিল ছুটির দিন। সুন্দর আবহাওয়ার ঝলমলে দিনটিতে অনেক প্রবাসী বাংলাদেশিরা আশা করছিলেন আজ বাংলাদেশ জিতবে। কিন্তু নিউজিল্যান্ডকে ৯১ রানে আটকে দিয়েও সেই প্রত্যাশা পূরণ হলো না।

Bangladesh cricket

নিউজিল্যান্ডকে ৯১ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ Source: ICC

আই সি সি টি টোয়েন্টি উইমেন্স ওয়ার্ল্ড কাপে আজ নিউজিল্যান্ডের কাছে ১৭ রানে হেরে গেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে মাত্র ৯১ রানে অল আউট করে বাংলাদেশ ম্যাচটি জয়ের প্রত্যাশা করেছিল। কিন্তু নির্ভরযোগ্য ব্যাটসম্যান নিগার সুলতানার চোট পেয়ে মাঠ ছাড়া এবং দুটি দুৰ্ভাগ্যজনক রান আউট তথা ব্যাটসম্যানদের ব্যর্থতায় তারা সেই স্কোরটিও পেরোতে পারেনি।
Bangladesh cricket
প্রবাসী বাংলাদেশিরা আশা করছিলেন আজ বাংলাদেশ জিতবে Source: Shahan Alam
মেলবোর্নের জংশন ওভালে এই হারের ফলে গ্রূপ পর্ব থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেলো।
নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের রিতু মনি, খাতুন ও রুমানাদের সামনে ১৮.২ ওভারে মাত্র ৯১ গুটিয়ে যায়। ওপেনার রাচেল প্রিস্ট সর্বোচ্চ ২৫ রান করেন, এছাড়া সুজি করেন ১৫ রান।
বাংলাদেশের পক্ষে রিতু ১৮ রান দিয়ে নেন ৪ উইকেট, এবং সালমা খাতুন ৭ রানে নেন ৩ উইকেট।
Bangladeshi cricket
মাঠে বাংলাদেশের সমর্থকরা Source: Shahan Alam

এরপর কম রানে প্রতিপক্ষকে আটকে দিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা শুরুতে বেশ আশা জাগিয়েছিলেন। কিন্তু ১৯ রানে দুই ওপেনারকে হারালে ৩১ রানে আউট হন ফারজানা এবং চোট পেয়ে মাঠ ত্যাগ করেন নিগার সুলতানা। এরপর থেকে একের পর এক উইকেট পড়তে থাকে বাংলাদেশের। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৫ রান। এ সময় চোট পেয়ে মাঠ ছাড়া নিগার আবার ফেরেন এবং ২১ রানে আউট হয়ে তিনিই হন দলের সর্বোচ্চ স্কোরার আর বাংলাদেশের করে ৭৪ রান।
চার ওভারে ১১ রান দিয়ে তিন উইকেট পাওয়া নিউজিল্যান্ডের হেইলি জেনসেন হন প্লেয়ার অফ দা ম্যাচ।

বাংলাদেশ দল তাদের শেষ ম্যাচটি খেলবে শ্রীলংকার সাথে আগামী ২রা মার্চ। খেলাটি হবে একই মাঠে অর্থাৎ মেলবোর্নের জংশন ওভালে।

  আরো পড়ুন: 

Share
Published 29 February 2020 11:08pm
By Shahan Alam
Presented by Shahan Alam

Share this with family and friends