ফিফা নারী বিশ্বকাপে ব্রাজিলকে ৩-২ গোলে পরাস্ত করলো অস্ট্রেলিয়া

ফিফা নারী বিশ্বকাপের অষ্টম আসরের গ্রুপ ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

Matildas

Matildas players react to their FIFA World Cup win over Brazil. Source: AAP

২০১৯ নারী বিশ্বকাপ ফুটবল আসরের সপ্তম দিনে শক্তিশালী ব্রাজিলকে পরাভূত করে পরের ধাপে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখলো অস্ট্রেলিয়া।

ফ্রান্সের মনপেল্লিয়েতে গ্রুপ সি-এর ম্যাচে প্রথমার্ধে এগিয়ে যায় ব্রাজিল। খেলার ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইতিহাসের অংশ হয়ে যান ব্রাজিলের মার্তা। পাঁচটি বিশ্বকাপে গোল করা তিনিই প্রথম নারী ফুটবলার।

১২ মিনিট পরে ব্রাজিলের স্ট্রাইকার ক্রিটিয়ার্ন হেড করে আরও এক গোল করে অস্ট্রেলিয়াকে চাপের মুখে ফেলে দেন।

অস্ট্রেলিয়ার মিডফিল্ডার ক্লোয়ি লোগার্জোর কাছ থেকে পেনাল্টি বক্সে বল পেয়ে কেইটলিন ফোর্ড গোল করেন এবং প্রথমার্ধে মাটিল্ডাদের বিরুদ্ধে ব্রাজিল এগিয়ে থাকে ২-১ গোলে।

দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটের মাথায় গোল করেন লোগার্জো। মাটিল্ডারা ব্যবধান কমিয়ে সমান করে ফেলেন। আর এর মাত্র ৮ মিনিট পর আশ্চর্যজনকভাবে এগিয়ে যায় মাটিল্ডারা।

অস্ট্রেলিয়ার এমিলি ভ্যান এগমন্ড পেনাল্টি এলাকায় একটি লং পাস দেন সামান্থা কার-এর উদ্দেশে। কিন্তু তা হেড করেন ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড় মনিকা। কিন্তু তিনি তাল সামলাতে না পারায় বলটি জালে ঢুকে যায়। রেফারি প্রথমে এই গোলটি বাতিল করে দেন এবং বলেন, সামান্থা কার অফসাইডে ছিলেন। তখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তা চাওয়া হয়। ভিডিও রিভিউতে দেখা যায়, কার অফসাইডে থাকলে তিনি বলটি স্পর্শ করেন নি। সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার পক্ষে আসে এবং মনিকার আত্মঘাতী গোলের কারণে মাটিল্ডারা ৩-২ গোলে এগিয়ে যায়।

গ্রুপ পর্যায়ে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে এখনও পরবর্তী পর্যায়ে যাওয়ার সম্ভাবনা ধরে রেখেছে অস্ট্রেলিয়া।

বিস্তারিত দেখুন এই

Follow SBS Bangla on .


Share
Published 14 June 2019 11:07am
Updated 12 August 2022 3:27pm
By Sunil Awasthi, Sikder Taher Ahmad
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends