খরা পরিস্থিতির আশংকায় গ্রেটার সিডনি এবং ইলাওয়ারা অঞ্চলে পানি ব্যবহার 'লেভেল টু'তে সীমিত করতে যাচ্ছে কর্তৃপক্ষ

খরার পরিস্থিতি থেকে রক্ষা করতে বৃহত্তর সিডনির পানি ব্যবহার 'লেভেল-টু'তে সীমিত করতে যাচ্ছে নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ। নিউ সাউথ ওয়েলস সরকারের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়েছে আগামী ১০ই ডিসেম্বর থেকে সিডনি, ব্লু মাউন্টেন এবং ইলাওয়ারা অঞ্চলে পানি ব্যবহারের মাত্রা কমিয়ে আনতে প্রিমিয়ার গ্লাডিস বেরেজিকলিয়ান এবং মিনিস্টার ফর ওয়াটার মেলিন্ডা পাভে এই সীমা কার্যকরের ঘোষণা দিয়েছেন।

আগামী ১০ ডিসেম্বর হতে গ্রেটার সিডনিতে লেভেল টু ওয়াটার রেস্ট্রিকশন কার্যকর হতে যাচ্ছে

আগামী ১০ ডিসেম্বর হতে গ্রেটার সিডনিতে লেভেল টু ওয়াটার রেস্ট্রিকশন কার্যকর হতে যাচ্ছে Source: Getty Images

কর্তৃপক্ষ বলেছে যে বাঁধগুলোতে পানির পরিমান দ্রুত কমে যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তা ৪৫ শতাংশে পৌঁছবে। তাই কমুনিটির জন্য সুষম পানি সরবরাহের লক্ষে এই রেস্ট্রিকশন বা সীমাবদ্ধতা জারি করা হচ্ছে।

প্রিমিয়ার মিস বেরেজিক্লিয়ান বলেন, “আমরা সবচেয়ে মারাত্মক খরার রেকর্ডের দিকে যাচ্ছি, এবং লেভেল ২ রেস্ট্রিকশনের মাধ্যমে আমরা প্রতি বছর ৭৮.৫ গিগালিটার জল সাশ্রয় করতে পারবো।"

"আমরা সবাই যাতে দায়িত্বের সাথে জল ব্যবহার করি তা নিশ্চিত করার জন্য আমাদের সকলকেই কিছু দরকার এবং এই বিধিনিষেধগুলি সিডনি, ব্লু মাউন্টেন এবং ইলাওয়ারা অঞ্চলের জন্য নিরাপদ জল সরবরাহে সহায়তা করবে।"
water restriction
লেভেল টু পানি ব্যবহার-বিধির আওতায় লোকেরা তাদের বাগানে পানি দেওয়ার জন্য অনুমোদিত সময়ের মধ্যে কিংবা বালতি ব্যবহার করতে পারে Source: Midwestern Regional Council
গ্রেটার সিডনির ৮৫ শতাংশেরও বেশি পানি বৃষ্টিপাত থেকে সংগ্রহ করে সরবরাহ করা হয় এবং বর্তমান খরার কারণে বাঁধের অভ্যন্তরে পানির স্তর মিলিনিয়াম ড্রাউটের () পর থেকে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে।

নতুন লেভেল টু পানি ব্যবহার-বিধির আওতায় লোকেরা তাদের বাগানে পানি দেওয়ার জন্য অনুমোদিত সময়ের মধ্যে কিংবা বালতি ব্যবহার করতে পারে, গাড়ির ধোয়ার জন্য কেবল একটি বালতি ব্যবহার করতে পারে বা কমার্শিয়াল কার ওয়াশে নেওয়া যেতে পারে এবং পুল এবং স্পাগুলোতে পানি ভরতে দিনে ১৫ মিনিট পর্যন্ত সময় দেয়া হবে এবং এজন্য তারা শুধু ট্রিগার নজল ব্যবহার করবে ।

এই লেভেল টু রেস্ট্রিকশন অমান্যকারীদের কর্তৃপক্ষ জরিমানা করতে পারবে - আবাসিক জরিমানা ২২০ ডলার এবং ব্যবসায়ের জন্য ৫৫০ ডলার। লেভেল টু রেস্ট্রিকশন বিষয়ে আরো জানতে ভিজিট করুন:



Share
Published 21 November 2019 3:31pm
Updated 21 November 2019 3:39pm
Presented by Shahan Alam
Source: NSW Government

Share this with family and friends