ক্রিকেট বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন সাকিব

এবারের বিশ্বকাপে ক্রিকেটার সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্য তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। বিশ্বকাপ ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে তার ঝুলিতে এখন ১০০০ রান ও ৩০ উইকেট।

Sakib Al Hasan

Shakib Al Hasan. Source: NurPhoto

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মেন্স করে সবার নজর কেড়েছেন। গতকাল আফগানিস্তানের বিপক্ষে সাকিব ব্যাট হাতে ৫১ রান আর বোলিং করে ৫ উইকেট নিয়েছেন।

আর এতে তিনি বিশ্বকাপে ১০০০ রান এবং ৩০ উইকেট শিকারের এমন রেকর্ড গড়লেন যা আর কোন ক্রিকেটারের নেই। এর আগে অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ ও শ্রীলংকার সনাথ জয়সুরিয়া রান এবং উইকেটের এমন 'দ্বৈত' সাফল্য দেখিয়েছিলেন। তিনটি বিশ্বকাপ খেলে ৩৩ ম্যাচে স্টিভ ওয়াহ করেছিলেন ৯৭৮ রান এবং ২৭ উইকেট পেয়েছিলেন। সনাথ জয়সুরিয়া পাঁচটি বিশ্বকাপ খেলে ১১৬৫ রানের পাশাপাশি ২৭ উইকেট নিয়েছিলেন। 

এছাড়া এখন পর্যন্ত তিনি ২০১৯ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক; ৬ ম্যাচে ২ টি সেঞ্চুরি ও তিনটি অর্ধ সেঞ্চুরি করেছেন এবং উইকেট নিয়েছেন ১০টি।
এই বিশ্বকাপে ওয়ানডেতে সাকিব ৬০০০ রানের মাইলফলক অতিক্রম করেছেন, সেই সাথে আছে ২৫০ উইকেট নেয়ার কৃতিত্ব। ওয়ানডেতে সাকিব ছাড়াও জ্যাক ক্যালিস, সনাথ জয়সুরিয়া এবং শহীদ আফ্রিদির এই অর্জন আছে। তবে দ্রুততম সময়ে এই মাইলফলক অতিক্রম করার রেকর্ড সাকিবেরই।

প্রথম বাংলাদেশী এবং বিশ্বে ১৬তম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ১০০০ রান করার গৌরব অর্জন করেছেন সাকিব।
আরো একটি রেকর্ড তিনি করেছেন গতকালের ম্যাচে, আর তা হলো বিশ্বকাপে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক ম্যাচে করেছেন হাফ সেঞ্চুরি এবং উইকেট নিয়েছেন ৫ টি। এর আগে এই রেকর্ডটি ছিল ভারতের যুবরাজ সিঙের দখলে।


Share
Published 25 June 2019 1:03pm
By Shahan Alam
Presented by Shahan Alam

Share this with family and friends