কোভিড-১৯ আপডেট: লকডাউনের পর নিউ সাউথ ওয়েলসে আজ প্রথম দিন

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ১১ অক্টোবর, ২০২১ এর আপডেট এটি।

NSW Premier Dominic Perrottet (right) and NSW Deputy Premier Paul Toole (2nd from right) and Treasurer Matt Kean toast with a beer at Watson’s Pub in Sydney

NSW Premier Dominic Perrottet (right) and NSW Deputy Premier Paul Toole and Treasurer Matt Kean toast with a beer at Watson’s Pub in Sydney. Source: AAP Image/DEANLEWINS

  • নিউ সাউথ ওয়েলসে আজ লকডাউন-মুক্ত প্রথম দিন
  • নতুন ভ্যাকসিনেশন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু করলো ভিক্টোরিয়া
  • কোয়ারেন্টিন থেকে বের হলেন প্রধানমন্ত্রী স্কট মরিসন

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত নতুন ৪৯৬টি কেস সনাক্ত করা হয়েছে এবং আট জন মারা গেছে। আর, কোয়ারেন্টিনে থাকা দু’টি নতুন কেসের কথা জানা গেছে।

এই অঙ্গ-রাজ্যটিতে ১০০ দিনেরও বেশি সময় লকডাউন থাকার পরে আজ বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। জিম, ক্যাফে, রেস্টুরেন্ট, দোকান-পাট এবং হেয়ারড্রেসারগুলো আজ থেকে পুনরায় খোলা যাচ্ছে।

প্রিমিয়ার ডমিনিক পেরোটে বলেন, যেখানে যেখানে সম্ভব টিকা নেওয়ার তথ্য সঠিকভাবে দিতে হবে।

নিষেধাজ্ঞাগুলোর কারণে এই অঙ্গ-রাজ্যটিতে প্রতি সপ্তাহে প্রায় ১ বিলিয়ন ডলার করে ক্ষতি হয়েছে। এছাড়া, কর্মী-সঙ্কটের প্রতিও দৃষ্টি আকর্ষণ করেছেন প্রিমিয়ার।

তিনি বলেন, আন্তর্জাতিক সীমান্তগুলো পুনরায় খুলে দেওয়ার তারিখ এগিয়ে আনার জন্য ফেডারাল সরকারের সঙ্গে কাজ করছেন তিনি।

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়ায় গতকাল রাত আটটা পর্যন্ত স্থানীয়ভাবে সংক্রমিত ১,৬১২টি নতুন করোনাভাইরাস কেস সনাক্ত করা হয়েছে এবং আট জন মারা গেছে।

এই অঙ্গ-রাজ্যটিতে কোভিডে আক্রান্ত হয়ে ৬৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৩৩ জন আই-সি-ইউ-তে এবং ৯৪ জন ভেন্টিলেটরে আছেন।

রবিবার রাজ্যটিতে ৮১,০০০ টিকা প্রদান করা হয়েছে।

টিকা নেওয়ার জন্য পরিবারগুলোকে বোঝাতে কম-বয়সীদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

হেলথ মিনিস্টার মার্টিন ফোলি বলেন, ভিক্টোরিয়ায় সকল বয়সীদের জন্য এম-আরএনএ ভ্যাকসিন, মডার্না এবং ফাইজার ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। সেখানে “ভ্যাকসিন ইজ দ্য টিকেট” নামে নতুন একটি সচেতনতামূলক প্রচার অভিযান শুরু করা হয়েছে।

আপনার নিকটস্থ ভ্যাকসিনেশন সেন্টারগুলোর তালিকা দেখুন

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি

এসিটি-তে স্থানীয়ভাবে সংক্রমিত নতুন ৩২টি কেস সনাক্ত করা হয়েছে।

সেখানে ১২ বছরের বেশি বয়সী জনগণের ৯৭.৮ শতাংশ কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছেন।

কোভিড-১৯ ভ্যাকসিনেশনের জন্য বুক করুন

অস্ট্রেলিয়া জুড়ে বিগত ২৪ ঘণ্টায়

  • কুইন্সল্যান্ডে কোভিড-১৯ এর নতুন কোনো সংক্রমণ রেকর্ড করা হয় নি।

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

Share
Published 11 October 2021 1:18pm
By SBS/ALC Content
Presented by Sikder Taher Ahmad
Source: SBS


Share this with family and friends