কোভিড ১৯ আপডেট: ভিক্টোরিয়ায় আবার লকডাউন ঘোষণা করা হয়েছে, নিউ সাউথ ওয়েলসে ৫ জনের মৃত্যু

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ৫ আগস্ট, ২০২১ এর আপডেট এটি।

Newcastle residents are tested at a drive through collection centre in Adamstown, Newcastle,

Newcastle residents are tested at a drive through collection centre in Adamstown, Newcastle, Thursday, August 5, 2021. Source: AAP Image/Darren Pateman

  • ভিক্টোরিয়ায় আজ রাত ৮টা থেকে ষষ্ঠবারের মত লকডাউন
  • হান্টার ভ্যালি অঞ্চলে আজ বিকেল ৫টা থেকে লকডাউন শুরু 
  • ব্রিসবেনে সমস্ত নতুন কেস চলতি ক্লাস্টারের সাথে যুক্ত  
  • প্রধানমন্ত্রী নিউ সাউথ ওয়েলসের জন্য অতিরিক্ত ফাইজার কোভিড -১৯ ডোজ নিশ্চিত করেছেন 


ভিক্টোরিয়া

প্রিমিয়ার ড্যানিয়েল এন্ড্রুজ নিশ্চিত করেছেন যে রাজ্যে আবারো ৭দিনের সংক্ষিপ্ত লকডাউন ঘোষণা করা হয়েছে, যা কার্যকর হবে আজ বৃহস্পতিবার, ৫ অগাস্ট, রাত ৮টা থেকে।

ভিক্টোরিয়া আজ ৮টি স্থানীয় রোগী সনাক্ত করেছে, এবং দুসপ্তাহেরও কম সময়ের মধ্যে ষষ্ঠবারের মত লকডাউনে যাচ্ছে।

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলস স্থানীয়ভাবে সনাক্ত ২৬২ টি নতুন কেইস এবং পাঁচজনের মৃত্যুর রেকর্ড করেছে। মারা যাওয়া চারজনকে টিকা দেওয়া হয়নি, তবে পঞ্চম ব্যক্তি অ্যাস্ট্রাজেনিকা কোভিড -১৯ ভ্যাকসিনের একটি ডোজ পেয়েছিলেন।

নিউক্যাসল, লেক ম্যাকওয়ারি, মাইটল্যান্ড, পোর্ট স্টিফেনস, সিঙ্গেলটন, ডানগগ, মুসওয়েলব্রুক এবং সেসনকের জন্য আজ বিকেল ৫টা থেকে ১৩ অগাস্ট মধ্যরাত ১২.০১ মি: পর্যন্ত নতুন বিধিনিষেধ চালু করা হবে।

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেরি চ্যান্ট সুয়েজ সিস্টেমে ভাইরাসের মাত্রা বেড়ে যাওয়ায় আর্মিডেল এবং ডাব্বোর বাসিন্দাদের ভাইরাস উপসর্গ দেখা দিলে পরীক্ষা করার আহ্বান জানান।

নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ সবাইকে টিকা দেওয়ার জন্য অনুরোধ করেছে। এখানে দেখুন।

কুইন্সল্যান্ড

কুইন্সল্যান্ড স্থানীয়ভাবে ১৬টি নতুন কেইস রেকর্ড করেছে, সবগুলোই চলতি ক্লাস্টারের সাথে যুক্ত।

ডেপুটি প্রিমিয়ার স্টিভেন মাইলস বলেছেন যে ব্রিসবেনে এই ১২টি কেইস তাদের পুরো সংক্রামক সময়ের জন্য আইসোলেশনে ছিল। রাজ্যে এখন ৭৯টি সক্রিয় কেইস আছে, এর প্রেক্ষিতে আগামী ৮ই আগস্ট লকডাউন সমাপ্তির যে কথা ছিল তা অনিশ্চিত হয়ে পড়েছে।

অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা

ভিক্টোরিয়া স্থানীয়ভাবে সনাক্ত ৮টি নতুন কেইস রেকর্ড করেছে, যার মধ্যে একজন মেলবোর্নের একজন শিক্ষকও রয়েছেন, ধারণা করা হচ্ছে তিনি হয়তো সংক্রামক অবস্থায় কমিউনিটিতে ছিলেন। তার কেইসটি তদন্তাধীন।

প্রধানমন্ত্রী স্কট মরিসন নিশ্চিত করেছেন যে আগামী ১৬ আগস্ট সপ্তাহের শুরুতে নিউ সাউথ ওয়েলস ফাইজার কোভিড -১৯ ভ্যাকসিনের অতিরিক্ত ১৮০,০০০ ডোজ পাবে।

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।



৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

আরও দেখুন:

Share
Published 5 August 2021 1:15pm
Updated 5 August 2021 5:24pm
By SBS/ALC Content
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends