কোভিড -১৯ আপডেট: নিউ ওয়েলসে আবারো রোগী সনাক্তের নতুন রেকর্ড, ভিক্টোরিয়া প্রত্যাশার চেয়ে আগেই ভ্যাকসিনেশন লক্ষ্যে পৌঁছাবে

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ৪ সেপ্টেম্বর, ২০২১ এর আপডেট এটি।

NSW Police and Australian Defence Force personnel at Olympic Park, Sydney

Source: AAP/Dan Himbrechts

  • NSW কোভিড -১৯ কেইসের দৈনিক সনাক্তের একটি নতুন রেকর্ড রিপোর্ট করেছে
  • ভিক্টোরিয়া টিকাদানের হার বাড়ছে, সেই সাথে ১৯০ টি কেইসের রেকর্ড করেছে
  • ACT এই সপ্তাহান্তে প্রথম-ডোজ টিকার ৭০ শতাংশে পৌঁছাবে
  • সাউথ অস্ট্রেলিয়া হেলথ দুটি পাবকে টিয়ার ১ এক্সপোজার সাইট হিসাবে তালিকাভুক্ত করেছে

নিউ সাউথ ওয়েলস সরকারের প্রেস কনফারেন্স দোভাষীর মাধ্যমে বাংলায় শুনুন ও দেখুন, প্রতিদিন, সরাসরি, অনডিমান্ড-এ এবং এসবিএস বাংলার ফেসবুকে।


নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ)

এনএসডব্লিউ স্থানীয়ভাবে ১৫৩৩টি নতুন কেইস এবং চারটি মৃত্যুর রেকর্ড করেছে, ভাইরাসে আক্রান্ত ১৭৩ জন নিবিড় পরিচর্যা ইউনিটে এবং ৬২ জন ভেন্টিলেটরে আছে।

স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাড হ্যাজার্ড বলেছেন, এনএসডব্লিউর যোগ্য ৭২ শতাংশ বাসিন্দা এখন তাদের প্রথম ডোজ নিয়েছেন এবং ৪০ শতাংশের কিছু কম সম্পূর্ণ টিকা নিয়েছে। কর্তৃপক্ষ এই সপ্তাহান্তে টিকা নেওয়ার জন্য সনাক্ত সংখ্যা বেশি এমন ১২টি এলাকার পুলিশ এবং জরুরি কর্মীদের আহ্বান জানিয়েছে।

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়া ১৯০টি নতুন স্থানীয় কেস রেকর্ড করেছে, যার মধ্যে ১০৩টি চলতি প্রাদুর্ভাবের সাথে যুক্ত। ৮৭টির সংক্রমণের উৎস তদন্তাধীন রয়েছে।

যেহেতু রাজ্য প্রত্যাশার চেয়ে আগেই ৭০ শতাংশ প্রথম-ডোজ টিকা প্রদানের লক্ষে পৌঁছবে বলে আশা করা হচ্ছে, কর্মসংস্থান মন্ত্রী মার্টিন পাকুলা ব্যবসায় সহায়তা কর্মসূচির সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন।

ভ্যাকসিনেশন সেন্টারগুলোর তালিকা দেখুন 

অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা

  • ১২ বছরের ওপরে শিশুদের জন্য থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক মডার্নার কোভিড -১৯ টিকা অনুমোদিত হয়েছে।
  • এসিটি ৩২টি নতুন স্থানীয় কেইস রেকর্ড করেছে, যার মধ্যে ১৯ জন সংক্রামক অবস্থায় কমিউনিটিতে ছিল। এই সপ্তাহান্তে এই অঞ্চলটি প্রথম-ডোজ টিকার ৭০ শতাংশ মাইলফলকে পৌঁছবে।
  • কুইন্সল্যান্ড স্থানীয়ভাবে একটি নতুন কেইস রেকর্ড করেছে, সেখানে চার বছর বয়সী মেয়ে সনাক্ত হয়েছে।
  • সাউথ অস্ট্রেলিয়া হেলথ বলছে অ্যাডিলেডের উত্তরে দুটি পাব একজন নিউ ওয়েলসের ট্রাক চালক পরিদর্শন করেছিলেন, যিনি পরে কোভিড -১৯ এ সনাক্ত হয়েছেন। থাকতে হবে।
COVID-19 myths
Source: SBS

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে  ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য  এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 

Follow SBS Bangla on .

আরও দেখুন: 

Share
Published 4 September 2021 3:15pm
By SBS/ALC Content
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends