রেডিও এবং ভাষাভিত্তিক সার্ভিসগুলোর ভবিষ্যত রূপরেখা প্রণয়নে কমিউনিটির মতামত আহবান করছে এসবিএস

এসবিএস তার বহুভাষিক পরিষেবাগুলির পর্যালোচনা শুরু করেছে। একই সাথে সংস্থাটি তার ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে উন্মুখ হয়ে আছে। পর্যালোচনাটি এই বছরের আদমশুমারির ফলাফল ব্যবহার করে পরবর্তী পাঁচ বছরের জন্য তার ভাষাভিত্তিক অনুষ্ঠানের কন্টেন্ট বা আধেয় নির্ধারণ এবং পরিমার্জন করবে।

SBS Language Services Review 2021

SBS has embarked on a review of its multilingual services as the broadcaster looks towards the celebration of its 50th birthday. Source: SBS

  • বিভিন্ন ভাষায় পরিবেশিত অনুষ্ঠানগুলোর বিষয়বস্তু প্রতি পাঁচ বছর অন্তর পর্যালোচনা করে এসবিএস
  • এসবিএস ছয় সপ্তাহের 'পাবলিক কনসালটেশন পিরিয়ড' চালু করেছে
  • ল্যাংগুয়েজ সার্ভিসেস রিভিউর ফলাফল অক্টোবর, ২০২২-এ প্রকাশ করা হবে এবং পরিবর্তনগুলো বাস্তবায়ন করা হবে নভেম্বর ২০২২ নাগাদ

১৯৭৫ সালে যখন এসবিএস শুরু হয়েছিল, তখন এই বহুভাষা-সংস্কৃতি সম্প্রচারকারী সংস্থাটি মাত্র আটটি ভাষায় অনুষ্ঠান প্রচার করতো।

অডিও এন্ড ল্যাংগুয়েজ কন্টেন্ট ডিরেক্টর ডেভিড হুয়া স্মরণ করেন, সে সময় রাস্তায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করতে শুরু করেছিল।

তিনি বলেন, "একজন তুর্কি ট্রাকচালক এসবিএস রেডিও শুনছিলেন এবং অস্ট্রেলিয়ান মিডিয়ায় প্রথমবার তার নিজ ভাষা শুনেছিলেন, তখন তিনি ট্রাক থেকে বেরিয়ে এসে আনন্দে নাচতে শুরু করেন।"

আজ ছেচল্লিশ বছর পর এবং এসবিএসের সম্প্রচারিত ভাষাভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মের পরিসর জুড়ে ৬০টিরও বেশি ভাষায় অনুষ্ঠান প্রচার হয়ে আসছে।

একটি বহুসাংস্কৃতিক এবং বহুভাষিক অস্ট্রেলিয়ান কমিউনিটির চাহিদা পূরণ

এর মূল উদ্দেশ্যটিও অটুট আছে: একটি বহুসাংস্কৃতিক এবং বহুভাষিক অস্ট্রেলিয়ার চাহিদা পূরণ করা।

এটি করার জন্য, এসবিএস বিভিন্ন ভাষায় পরিবেশিত অনুষ্ঠানগুলোর বিষয়বস্তু প্রতি পাঁচ বছর অন্তর পর্যালোচনা করে।

এজন্য এটি অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরোকে একটি প্রধান ব্যারোমিটার হিসেবে ব্যবহার করে।

ডেভিড হুয়া আরও বলেন যে, এই বছরের জাতীয় স্ন্যাপশটের ফলাফল আগামী বছরের জুন মাসে বের হওয়ার কথা।

তিনি বলেন,"যখন এটি প্রকাশিত হয় তখন এটি আমাদেরকে বুঝতে সাহায্য করে যে, এসবিএস এখন কমিউনিটির বিবর্তনের সাথে সাথে কোন কোন ভাষায় পরিষেবা প্রদান করবে। এসবিএসকে অবশ্যই সেই বিবর্তনের সাথে মেলাতে হবে এবং এটি সেই পরিষেবাগুলি দেবে যা আমাদের কমিউনিটির সবচেয়ে বেশি প্রয়োজন।"
Cung Khukzawn is a producer with SBS Haka Chin.
Cung Khukzawn, a producer with SBS Haka Chin, in an SBS Melbourne studio. Source: SBS/Gareth Boreham
এসবিএস ভাষা পরিষেবার বিষয়বস্তু নির্ধারণে এবং পরিমার্জনে কোন কোন মানদণ্ড ব্যবহার করা উচিত, সে সম্পর্কে মতামত পেতে ছয় সপ্তাহের একটি 'পাবলিক কনসালটেশন পিরিয়ড' চালু করেছেন ডেভিড হুয়া।

তিনি বলেন, "আমরা আমাদের শ্রোতাদের যে ধরনের বিষয় শোনার অভ্যাস আছে তাও বিবেচনায় রাখি-সেটা রেডিও, পডকাস্ট বা ডিজিটাল, যে প্ল্যাটফর্মেই হোক না কেন। এসবিএসকে সেসব পরিষেবা পর্যালোচনা করতে হবে, যাতে যতটা সম্ভব অস্ট্রেলিয়ান বহুভাষী এবং সংস্কৃতির জন্য তা প্রাসঙ্গিক হয়।"

বিবেচনায় আছে নতুন এবং উদীয়মান কমিউনিটিগুলো

ফেডারেশন অফ এথনিক কমিউনিটিজ কাউন্সিল অফ অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী মোহাম্মদ আল-খাফাজির মতে, নতুন এবং উদীয়মান কমিউনিটির জন্য এ ধরনের পর্যালোচনা খুবই গুরুত্বপূর্ণ, এমনকি তাদের জনসংখ্যা কম হলেও।

তিনি বলেন, অস্ট্রেলিয়ায় নতুন অভিবাসী, শরণার্থী সম্প্রদায়ের জন্য, বিশেষ করে নতুন এবং উদীয়মান সম্প্রদায়ের জন্য এসবিএস সত্যিই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা অন্যান্য ভাষা বাদ দেয়ার পরিবর্তে আরো ভাষার সংযুক্তি দেখতে চাই। এতে অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য বৃদ্ধি পাবে এবং আমরা আশা করি যে, এসবিএসের অতিরিক্ত ভাষাভিত্তিক সার্ভিসগুলোর জন্য সরকারি তহবিল পাওয়া যাবে।"

ডেভিড হুয়া সম্মত হন যে, এটি সর্বদাই জনসংখ্যার উপর নির্ভর করে না।

তিনি বলেন, "এটা কমিউনিটির চাহিদার উপর নির্ভর করে এবং আমি খুবই গর্বিত যে, এসবিএস একটি পাবলিক সার্ভিস মিডিয়া ব্রডকাস্টার হিসেবে, এমন ভাষিক বিষয়বস্তু প্রচার করে যা সেই কমিউনিটির প্রয়োজন, যেখানে এমনকি অস্ট্রেলিয়ায় তাদের হয়তো মাত্র কয়েক হাজার মানুষ থাকতে পারে।"
Filipinos in Australia, Filipino, Tagalog News, Language Services Review
SBS Arabic24 is just one of the language services produced by SBS. Source: SBS

২০১৮ সালে এসবিএসে যোগ হয়েছে সাতটি নতুন ভাষা

হাকা চিন ভাষাটি প্রধানত, চিন রাজ্যের পশ্চিম মায়ানমার অঞ্চলে ব্যবহৃত হয়। ২০১৮ সালের সর্বশেষ পর্যালোচনার পর মঙ্গোলিয়ান, কিরুণ্ডি, তিব্বতি, কারেন, রোহিঙ্গা এবং তেলেগুসহ যে সাতটি নতুন ভাষা যোগ করা হয় তার মধ্যে এটি অন্যতম।

এসবিএস হেড অফ ল্যাংগুয়েজ কন্টেন্ট ডেভিডি শিয়াপাপিয়েট্রা বলেন, এটি সবসময়েই পরিবর্তিত হচ্ছে।

তিনি বলেন, "আমাদের ভাষা পরিষেবার লক্ষ্য হচ্ছে ক্রমাগত পরিবর্তনশীল এবং ক্রমবর্ধমান বৈচিত্র্যময় অস্ট্রেলিয়ান সমাজকে প্রতিফলিত করা এবং স্পষ্টতই আদমশুমারি হল সেই মানদণ্ডের ভিত্তি যার উপর নির্ভর করে আমরা আমাদের রিসোর্স কীভাবে ব্যবহার করি তা নির্ধারণ করি। এটি আমাদের ভাষা পরিষেবাগুলিকে আরও ভালভাবে প্রয়োগ করতে সাহায্য করে এবং ফলশ্রুতিতে আমাদের কমিউনিটিকে সেবা দিতে সাহায্য করে।"

তবে অবশ্যই, এই মহামারীর সময়ে বেশিরভাগ উদ্যোগের মতো, কোভিড -১৯ নিয়েও অনেক বিষয় থাকছে যা নিয়ে সকলের আগ্রহ আছে।

আদমশুমারির ফলাফল সীমান্ত বন্ধের কারণে অভিবাসনের স্বাভাবিক প্রবাহ বিঘ্ন হওয়ার চিত্রটি প্রতিফলিত করতে পারে, যা এসবিএসের ভাষা পরিষেবাগুলি পর্যালোচনা করার কাজটিকে আরও চ্যালেঞ্জিং করে তুলবে।

পরামর্শ দেবার সময়কাল (কনসালটেশন পিরিয়ড) মঙ্গলবার ৫ অক্টোবর থেকে শুরু হয়েছে এবং চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

খসড়া নির্বাচনের মানদণ্ড (সিলেকশন ক্রাইটেরিয়া) দেখতে এবং প্রতিক্রিয়া জমা দিতে
SBS Radiothon supports UNICEF Australia’s India COVID-19 relief fund
SBS Gujarati Executive Producer Nital Desai with UNICEF Australia Director of International Programs Felicity Butler-Wever in the Sydney studio. Source: Yutong Ding
Follow SBS Bangla on .

Share
Published 6 October 2021 11:29am
Updated 12 August 2022 3:00pm
By Gareth Boreham, Maya Jamieson
Presented by Shahan Alam


Share this with family and friends